প্রকাশ্যে নদীগর্ভ থেকে বালি চুরির অভিযোগ, প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

0
40
sand steal

খাস ডেস্ক: প্রতিনিয়ত উঠে আসছে অবৈধভাবে বালি চুরির (sand steal) অভিযোগ। বালি চুরির (sand steal) ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতেই থামছে না বালি মাফিয়াদের দাপট। এবার ফের উঠে এল বালি চুরির অভিযোগ। ঘটনাটি ঘটেছে পানিহাটি-উত্তরপাড়ার মাঝ গঙ্গায়।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, পানিহাটি-উত্তরপাড়ার মাঝখানে গঙ্গা থেকে প্রকাশ্যে অবৈধভাবে তোলা হচ্ছে বালি (sand steal)। আর দিনে-দুপুরে বালি চুরির অভিযোগে হতভাগ স্থানীয় বাসিন্দা। প্রতিদিনেই দুপুরে পানিহাটি-উত্তরপাড়ার মাঝ গঙ্গায় নৌকা দাঁড় করিয়ে বালি তোলার (sand steal) অভিযোগ উঠেছে। যদিও কারা এই অবৈধভাবে ভাবে বালি তুলছে? কিংবা নৌকাগুলি কাদের? এই সমস্ত বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন-Weather update: ডিসেম্বরেও দেখা নেই শীতের, জাঁকিয়ে ঠাণ্ডার অপেক্ষায় বঙ্গবাসী 

স্থানীয় সূত্রের খবর, গঙ্গা পাড়ের সময় প্রায়শই চোখে পড়ে এই অবৈধভাবে বালি তোলার (sand steal) ঘটনা। পরপর কতগুলি নৌকা একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে বালি তোলার (sand steal) কাজ করছে। অন্যদিকে ওই বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে কামারহাটিতে। কামারহাটির ৯ নম্বর ওয়ার্ডের বটতলা ঘাটে বালি (sand steal) নামানোর কাজ চলছে নিয়মিত। আর এই ঘটনাটি প্রতিদিন প্রকাশ্যে ঘটে চলেছে। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন!

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

প্রসঙ্গত, নদী থেকে অবৈধভাবে বালি তোলা (sand) ক্রমেই বেড়ে চলেছে। যার ফলে ভাঙন ধরছে নদীপাড়ে। শুধু তাই নয়, নদী থেকে অবৈধভাবে বালি তোলার (sand) জেরে নদীর থাকা গাছ এমনকি একাধিক মন্দিরও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।