রিয়া সেনের পর রাগার সঙ্গে ভারত জোড় যাত্রায় পা মেলালেন বলি অভিনেত্রী Swara Bhaskar

0
51
Swara Bhaskar

ভোপাল: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এই ভারত জোড়  যাত্রার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চাইছে। এমনকি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভারত জুড়েই এই পদযাত্রার প্রভাব পরছে। ভারত জোড়  যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। তাঁর সঙ্গেই পা মেলাচ্ছেন শীর্ষ রাজনৈতিক নেতারা সহ বলিউডের তারকার। রিয়া সেনের পর এবার রাগার সঙ্গে পা মেলালেন বলি তারকা স্বারা ভাস্কর (Swara Bhaskar )।

বর্তমানে কংগ্রেসের এই যাত্রা প্রবেশ করেছে মধ্যপ্রদেশে। বৃহস্পতিবার কংগ্রেসের এই দীর্ঘ পদযাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।  উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং, প্রাক্তন সংসদ সদস্য প্রেম চাঁদ গুড্ডু, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শোভা ওজা এবং অভিনেত্রী স্বরা ভাস্করকে রাহুল গান্ধীর  সঙ্গে দ্রুত পা মিলিয়ে হাঁটতে দেখা গিয়েছে। আজ সকাল  ৬টায় উজ্জয়নের  আর ডি গার্দি মেডিকেল কলেজ থেকে কংগ্রেসের গণসংযোগ কর্মসূচি, পদযাত্রা শুরু হয়।  সকাল ১০টার দিকে নজরপুর গ্রামে সকালের বিরতিতে যাত্রা থামে। কিছুক্ষণ বিরতি নিয়ে  বিকেলে কংগ্রেসের এই যাত্রা শুরু হবে ঘাটিয়া বাসস্ট্যান্ড থেকে ।

- Advertisement -

আরও পড়ুন- Gujarat Election: কার হাতে থাকবে গুজরাটের ক্ষমতা, শুরু ৮৯টি আসনের জন্য প্রথম প্রথম দফার ভোটগ্রহণ

পদযাত্রায় অংশগ্রহণকারীরা ঢালারা গ্রামে রাত্রিযাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কংগ্রেসের এই  যাত্রাটি  ১২ দিনের মধ্যে পশ্চিম মধ্যপ্রদেশের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা মালওয়া-নিমার অঞ্চলে ৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার কথা রয়েছে। কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মধ্যপ্রদেশ থেকে দীর্ঘ এই পদযাত্রা  রাজস্থানে প্রবেশ করবে ৮ ডিসেম্বর। ৭ সেপ্টেম্বর শুরু যাত্রাটি এখন পর্যন্ত ৩৬টি জেলা, ৭টি রাজ্যকে কভার করেছে।  আগামী বছর কংগ্রেসের পদযাত্রা শেষ হবে কাশ্মীরে গিয়ে। তবে যাই হোক বলি তারকা স্বারা ভাস্করের(Swara Bhaskar ) যোগদান রাজনৈতিক মহলে অন্য মাত্রা যোগ করেছে।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor