মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ, আটক ব্যবসায়ী

0
46
tander

নিজস্ব সংবাদদাতা, মালদহ: মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ উঠল এক ব্যবসায়ীর (Trader) বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদহের গাজলের থানা মোড় এলাকায়৷ ঘটনায় ওই দোকানদারকে আটক করেছে পুলিশ৷ সেই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখছে গাজল থানার পুলিশ৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ ওই দোকানি খদ্দেরদের যে ভাজা মুগ ডাল ও বিস্কুটের প্যাকেট বিক্রি করেছিল
সেগুলি সব মেয়াদ উত্তীর্ণ ছিল। ক্রেতাদের চোখে ওই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র পড়তেই খবর দেয় গাজোল থানার পুলিশকে।

আরও পড়ুন: নির্বাচনের আগে অভিযোগের সমাধান খতিয়ে দেখতে বৈঠক মমতার

পুলিশ এসে ওইসব মেয়াদ উত্তীর্ণ সামগ্রী থানায় নিয়ে যায়। পাশাপাশি দোকানিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সুনীল বসাক। শনিবারে তাকে মালদহ জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে নেমেছে গাজল থানার পুলিশ৷ সেই সঙ্গে খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ৷

আরও পড়ুন: ২৫০০ টাকা চেয়ে ফোন, দুদিন পর উদ্ধার নিখোঁজ যুবকের মুখ থেঁতলানো, পচাগলা দেহ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ব্যবসায়ী দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করছিল। এই নিয়ে ক্রেতারা তাকে আগে সাবধানও করেছিল। কিন্তু তারপরেও সে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করছিল বলে অভিযোগ। তাই তারা বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor