গভীর রাতে পুড়ে ছাই অ্যাডমিট কার্ড সহ সমস্ত বই পত্র, আতান্তরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

0
50

বাঁকুড়া: আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড সহ সমস্ত বই পত্র। ফলে কীভাবে পরীক্ষা দেবে, সেটা ভেবেই চরম দুশ্চিন্তায় ওই ছাত্র ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের উত্তরখণ্ড গ্রামে৷

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের উত্তরখণ্ড গ্রামে মলিন রায় নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। বাড়ির সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই এই ঘটনা ঘটে। ঘুম ভেঙে প্রাণ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারলেও প্রত্যেকের পরণের কাপড় টুকু ছাড়া সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা থেকে বাদ যায়নি বাড়ির বড় ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অপু রায়ের পড়ার বই, অ্যাডমিট কার্ড, সবার আধার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য জরুরী কাগজপত্র ও বাড়িতে রাখা নগদ টাকা সহ খাদ্য সামগ্রীও।

- Advertisement -

স্বভাবতই দোলের পরের দিন পরিবারে নেমে এসেছে চরম শোকের ছায়া৷ এদিকে এক সপ্তাহ পরেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ সারা বছর পড়াশোনা করে সব ধরণের প্রস্তুতি নিয়েও পরীক্ষার মুখে সব কিছু পুড়ে যাওয়ায় দিশেহারা রায় পরিবার। বাড়ির ছেলে এখন কিভাবে পরীক্ষায় বসবে সেই দুশ্চিন্তাই তাড়া করে বেড়াচ্ছে সকলকে। আক্ষেপের সুরে মলিন রায় বলছিলেন, ‘‘ছেলেটার মুখের দিকে তাকাতে পর্যন্ত পারছি না৷ কোথা থেকে কি হয়ে গেল, কে জানে!’ স্বান্তনা দেওয়ার ভাষা নেই প্রতিবেশীদের মুখেও৷

আরও পড়ুন: সময়ের আগেই আমগাছে মুকুল, জামাই ষষ্ঠীতে মিলবে মালদহের পাকা আম