বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ নন, তৃণমূলের সবচেয়ে বড় ক্যাডার

বিস্ফোরক ওন্দার বিজেপি বিধায়ক

0
52
speaker biman banerjee

তিমিরকান্তি পতি, বাঁকুড়াঃ বিধানসভার অধ্যক্ষ নিরপেক্ষ নন। উনি ‘সব থেকে বড় তৃণমূলের ক্যাডার’। দাবি বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বুধবার ওন্দায় দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, যত জন তৃণমূল করেন সবার থেকে বড় ক্যাডার উনি। পালিয়ে বেরালেও আমরা কাল থেকে চেপে ধরবো।

একই সঙ্গে রাজ্যে প্রাথমিক বিদ্যালয় ‘বন্ধ’ নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি৷ অমরনাথের কথায়, শুধুমাত্র রামসাগরের ৪ টি সহ ওন্দা বিধানসভা এলাকাতেই প্রায় ৬০ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হতে চলেছে। ওই ৬০ টি স্কুল বন্ধ হলে এই এলাকার ১৯ টি গ্রাম পঞ্চায়েতে তাঁরা তালা ঝোলাবেন বলে হুঁশিয়ারি দেন।

- Advertisement -

রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুপ খাঁকেও এক হাত নেন তিনি। অরুপ খাঁয়ের নামোল্লেখ না করে বলেন, ‘‘এখানকার প্রাক্তন বিধায়কের কাছে চাকরিচ্যুতরা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন। টাকা ফেরতের দাবিতে আগামী কয়েক দিনের মধ্যে ওই প্রাক্তন বিধায়কের বাঁকুড়ার বাড়িতে ‘হামলা’ হবে৷’’

দলীয় কর্মসূচী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর কথায়, ‘‘পিছিয়ে পড়া এই এলাকাকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে’। স্কুল গুলি যদি বন্ধ থাকে তাহলে পঞ্চায়েত অফিস খোলা রেখে কি হবে? তৃণমূলের নেতাদের চুরির জায়গা হবে নাকি? তৃণমূলের ব্লক সভাপতি কয়েক দিন আগেই তো স্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক চাকরি দিয়েছেন। উনি কাদের চাকরি দিয়েছেন প্রকাশ্যে আনুন।’’

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ‘‘বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে। তাই ওন্দার বিজেপি বিধায়ক বিভিন্ন সভা সমিতিতে কোন বক্তব্য খুঁজে না পেয়ে এই ধরণের কুরুচিকর মন্তব্য করছেন৷ প্রশাসনকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন। উনি যাই বলুন ওনার স্বপ্ন কোনদিন পূরণ হবে না৷’’

আরও পড়ুন: ঘরে-বাইরে সমালোচনার মুখে রাজ্যপালের কাছে নিরাপত্তা ভিক্ষা কৌস্তভ বাগচীর