সময়ের আগেই আমগাছে মুকুল, জামাই ষষ্ঠীতে মিলবে মালদহের পাকা আম

0
49

খাস প্রতিবেদন: এবার জামাই ষষ্ঠীতেই মিলবে মালদহের আম৷ এমনটাই দাবি জেলা উদ্যান পালন দফতরের৷ কারণ, আবহাওয়ার হেরফেরে এবার সময়ের প্রায় ২০ দিন আগে মালদহে বাগান গুলিতে আমের মুকুল চলে এসেছে৷ স্বভাবতই, অন্যান্য বারের চেয়ে সময়ের আগেই বাজারে আসবে মালদহের পাকা আম৷ প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে অন্যান্য বারের তুলনায় রের্কড পরিমাণ আমের ফলনও হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে এবারে আমের দামও কিছুটা কম থাকতে পারে৷

জেলা উদ্যান পালন দফতরের তরফে পরিস্থিতির জন্য আবহাওয়ার হেরফেরকেই দায়ী করা হয়েছে৷ সাধারণ নিয়ম মত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুকুল আগে ফোটে৷ আমও আগে পাকে। প্রথমে বাজারে আসে দক্ষিণের আম। এমনকি মালদহের বাজারেও দক্ষিণের জেলার আম বিক্রি হয়। তবে এই বছর ব্যতিক্রম। আবহাওয়ার হেরফেরের জন্য এই বছর উত্তরবঙ্গের জেলাগুলিতেঅনেক আগেই মুকুল ফুটেছে। মালদহের বাগান গুলিতেও মুকুল ফুটেছে অনেক আগে।

- Advertisement -

মূলত প্রতিবছর মালদহের আম জৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে ব্যাপক হারে পাকতে শুরু করে। মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর সময়ের প্রায় ২০ দিন আগে মালদহে বাগান গুলিতে আমের মুকুল ফুটে গিয়েছে। এর কারণ এই বছরের আবহাওয়ার হেরফের। এবছর জাঁকিয়ে শীত পড়লেও অনেক আগে ঠান্ডার আবহাওয়া কেটে গিয়েছে। ফেব্রুয়ারি মাসেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই বাগান গুলিতে আমের মুকুল আগেই চলে এসেছে।

আগে মুকুল আসায় মালদহের আমের কোন ক্ষতি নেই। বরং এই বছর আগেই পাকতে শুরু করবে আম। জেলা উদ্যান পালন দফতরের তরফে জানানো হচ্ছে, যেহেতু উত্তরবঙ্গে দেরিতে আমের মুকুল আসতো, তাই প্রাকৃতিক নিয়মে মালদহের আম পাকার আগেই জামাই ষষ্টী চলে আসতো৷ ফলে ওই সময় মালদহের পরিবর্তে দক্ষিণবঙ্গের আমই বাজারের দখল নিত৷ কিন্তু এবারে সেটা হবে না৷ সময়ের আগেই গাছে মুকুলের দেখা মিলেছে৷ তাই জামাইষষ্টীতে মালদহের গাছপাকা আম পাওয়া যাবে স্বাভাবিক নিয়মেই৷

আরও পড়ুন: সব কথা কি ফাঁস করে দেবেন অনুব্রত মণ্ডল, জল্পনায় ফুটছে রাজনীতি