এস আই কার্যালয় ও বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য এলাকায়

0
54

হরিশ্চন্দ্রপুর: রাতের অন্ধকারে তালা ভেঙে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটাতে। এস আই কার্যালয় ও জোতবহরম নিবেদিতা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনাটি ঘটে।

এদিন, এস আই কার্যালয় ও বিদ্যালয়ের ভিতরে ঢুকলে দেখতে পাওয়া যায় চেয়ার, পাখা, নলকূপ, শিশুদের বইপত্র ও মিড ডে মিলের চালসহ রান্নার সামগ্রী দুষ্কৃতীরা চুরি হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

- Advertisement -

এক এস আই অফিস কর্মী মহম্মদ মহসীন জানান, ২০১১ সাল থেকে চুরি হয়ে আসছে।এই নিয়ে একাধিক বার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তা সত্ত্বেও কমছে না চোরেদের দৌরাত্ম্য। একই সঙ্গে তিনি জানান যে নিরাপত্তার অভাব বোধ করছেন সেখানে।সরকারের এই নিরাপত্তা বিষয়টির দিকে কঠোর নজরদারি দেওয়া উচিৎ বলে মনে করছেন তিনি ।

তিনি আরও জানান, হাই মাস্ট লাইট ও রাত্রে নাইট গার্ডের ব্যবস্থা করলে তবেই এই চুরি বন্ধ করা সম্ভব। এবিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগ পত্রের ভিত্তিতে তদন্ত হয়েছে। দোষীদের শাস্তি দেওয়া হবে।