অনির্দিষ্ট কালের জন্য বন্ধ বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোমের রোগী ভরতি

0
124

উত্তর ২৪ পরগণা: অনির্দিষ্ট কালের জন্য বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোমের রোগী ভরতি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করার রেজিস্ট্রেশন রাশিয়া থেকে পাশ করলেও ভারতে কোনও প্রকার রোগী দেখার পারমিশন তারা পাননি।

এছাড়াও সেই সঙ্গে আরও অভিযোগ নার্সিং এর প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের কোনও প্রকার ডিগ্রী তাদের কাছে নেই। এই সব অভিযোগের ভিত্তিতেই বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমের চিকিৎসাকেন্দ্রে রোগী ভরতি বন্ধ করে দেওয়া হল সোমবার বিকেল থেকে।

- Advertisement -

জানা গিয়েছে, এই মুহূর্ত থেকে বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমের বিরুদ্ধে বেশ কিছু বেনিয়মের অভিযোগের পাশাপাশি লাইসেন্স নিয়ে বেশ কিছু সমস্যার ভিত্তিতেই স্বাস্থ্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ নিয়ে হেয়ারিং এর কথা ছিল আজকে মিডল্যান্ড নার্সিংহোম এর বিরুদ্ধে।

এপ্রিল মাসে চিকিৎসাধীন ছিলেন কাকলি দাস নামে একজন রোগী। তার অভিযোগ, হাসপাতালে ডাক্তার এবং নার্সদের যথাযথ প্রশিক্ষণ নেই। পাশাপাশি তারা কোয়ালিফাইড নন চিকিৎসা করার জন্য এবং আইসিইউতে যে নার্সিং স্টাফ তার চিকিৎসা করছিলেন তিনি ও তার পড়াশোনা তখনও শেষ করেননি। এই নার্সিংহোমের কেমিক্যাল রেজিস্ট্রেশনও সেই সময় এক্সপেয়ার করে গেছিল। এই সমস্ত অভিযোগে ভিত্তিতে সোমবার বিকেল থেকে রোগী ভরতি বন্ধের নির্দেশ দেওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষকে।