নজরে দিল্লি: আজ মুখোমুখি বৈঠকে বসছেন মোদী-মমতা

0
133
narendra modi

নয়াদিল্লি: রায় সাহেবকে সঙ্গে নিয়েই সোমবার দুপুর ৩ টের বিমানে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে গদি ছাড়া করার জন্য দিল্লিতে রয়েছে তাঁর একাধিক কর্মসূচী। তবে সেই সঙ্গে এটাও বলেছিলেন যে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী সময় দিয়েছে বলেও জানিয়েছেন মমতা। সেই বৈঠক দিল্লি সফরের শেষের দিকে হওয়ার কথা থাকলেও সূত্রের খবর আজ মঙ্গলবারেই তিনি  বসছেন মোদীর সঙ্গে বৈঠকে।

দিল্লিতে পা দিয়েই তিনি তাঁর কাজ শুরু করে দিয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে বুধবার বৈঠক হওয়ার কথা থাকলেও আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মোদী মমতা। ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী সময়ে ১৫ মিনিটের জন্য দু’জনের সাক্ষাত হওয়ার পরে মোদী এবং মমতার মধ্যে এটিই প্রথম বৈঠক হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে পেগাসাস ইস্যু থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই জানা গিয়েছে। সেই গুরুত্বপূর্ণ কথার মধ্যে রাজ্যপাল অপসারণের দাবি মমতা প্রধানমন্ত্রীর কাছে রাখতে পারেন বলেই অনেক মনে করছেন।

- Advertisement -

দিল্লি যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানিয়েছিলেন, “কোভিডের কারণে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে আমি দিল্লিতে যেতে পারিনি। আমি প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং তিনি আমাকে সময় দিয়েছেন। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করার চেষ্টা করব।” দিল্লিতে শুধু মোদীর সঙ্গেই দেখা করবেন না মমতা দেখা করবেন অবিজেপি নেতাদের সঙ্গে।

টানা ৩০ জুলাই পর্যন্ত তাঁর একাধিক কর্মসূচি রয়েছে রাজধানীতে৷ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করতে ২৮ তারিখ বঙ্গ ভবনে বিশেষ বৈঠকেও বসবেন তিনি৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে। দিল্লিতে সাক্ষাৎ করতে পারেন কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গেও। যিনি কয়েকদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করে গিয়েছেন। ২০২৪ সালে মোদীকে ক্ষমতাচ্যুত করতে সকলকে এক সুতোয় গাঁথার লক্ষেই মূলত মমতার দিল্লি সফর। এটা বলার অপেক্ষা রাখে না যে সকলেই এখন তাকিয়ে দিল্লির দিকে। ঠিক কি ঘটনা ঘটছে তা জানতেই অধীর আগ্রহে রাজনৈতিক মহল।