নজরে রাখুন আবহাওয়ার গতিপ্রকৃতি, জেনে নিন আজকের ‘ওয়েদার আপডেট’

0
81

পূর্বাশা দাস: সপ্তাহের শুরুতেই আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছিল যে মঙ্গল-বুধবার থেকে আবহাওয়ার গতি প্রকৃতি বদলে যেতে পারে। সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। দুপুরের পর থেকে কলকাতার বেশকিছু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। আজ মঙ্গলবারও সেই রেশ বজায় রয়েছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি, আগামী সপ্তাহ জুড়ে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা২৮° সেলসিয়াস। বাতাসে আদ্রর্তার পরিমান ৮৮ শতাংশ। বায়ু প্রবাহের গতি প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ৯৪ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস মারফত আরও জানা গেছে, আগামী ২৮শে জুলাই থেকে নিম্নচাপের জেরে বাংলার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে বাংলার উত্তর এবং দক্ষিণের বেশকিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।