টিকিট নিশ্চিত হলেই দিল্লি, আসানসোলের জেলে কেষ্টর সঙ্গে দেখা করতে CBI আধিকারিকরা

0
48
Anubrata Mondal

খাস ডেস্ক: অবশেষে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আদালত অনুমতি দিল আদালত। জেলা প্রশাসনের তরফে তোড়জোড় শুরু করেছে। আসানসোল বিশেষ আদালতও অনুব্রতকে(Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই বলে জানিয়ে দেন। বেলা বারোটা নাগাদ এক CBI কর্তা আসানসোল সংশোধনাগারে ঢোকেন। গরু পাচার মামলায় CBIর তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য ও আরেকজন আধিকারিক জেলে ঢোকেন। তাঁরা অনুব্রত মণ্ডলেত সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন চাকরির নামে টোপ, হোটেলে ডেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব, অভিযোগ

- Advertisement -

আসানসোল বিশেষ সংশোধনাগারে সুপার আসানসোল সিবিআই আদালতকে সেই তথ্য জানায়। সিবিআই আদালত দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি মঞ্জুর করে। এরপর জেল সুপার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে রিকুইজেশন জমা দেয়। অনুব্রতকে দিল্লি যেতে হবে সে তথ্য কমিশনারকে জানানো হয়। বাহিনীর ব্যবস্থার আবেদন করা হয়। অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে, ট্রেনেই দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রতকে। সে ক্ষেত্রে ট্রেনের টিকিট কনফার্ম হলেই দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁকে। সব কিছু ঠিক থাকলে শুক্রবারই ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে।

আরও পড়ুন তোলা তুলছেন তৃণমূল কাউন্সিলর, প্রতিবাদ করতেই এলাকায় জঞ্জাল পরিষ্কারের কাজ বন্ধ, অভিযোগ

উল্লেখ্য, অবশেষে দিল্লি যেতেই হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় দিল্লি নিয়ে যাওয়া ঠেকানো গেল না অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) । শুক্রবারই তাঁকে দিল্লি নিওয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবারই আদালত থেকে নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া যেতে পারে। দিল্লি যাত্রা রুখতে অনুব্রত মণ্ডল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তবে দিল্লি হাইকোর্ট অবশ্য কোনও স্থগিতাদেশ দেয়নি। ইডি মূলত কয়েকটি বাফার অ্যাকাউন্টের তথ্যের সন্ধানে দিল্লি নিয়ে যেতে চায় অনুব্রতকে।

প্রসঙ্গত, বুধবারই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত(Anubrata Mondal) মামলার শুনানি ছিল। বিচারপতি কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন করেন, এখনও কেন অনুব্রতকে দিল্লিতে নিয়ে এসে জেরা করা হয়নি? কিসের বাধ্যবাধকতা রয়েছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়, দিল্লি আসা রুখতে আগেই দিল্লি হাইকোর্টে মামলা করে রেখেছেন অনুব্রত। সেই মামলা বিচারাধীন।

বিচারপতি প্রশ্ন করেন, সেই মামলায় তো কোনও রায় বেরোয়নি, দিল্লি হাইকোর্টে কোনও স্থগিতাদেশও দেয়নি। অনুব্রতকে(Anubrata Mondal) দিল্লি নিয়ে আসা যেতেই পারে। সেখানে কোনও বাধা থাকতে পারে না। এরপরই প্রক্রিয়া শুরু করে অনুব্রত মণ্ডল। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন কেষ্ট। রাউস অ্যাভিনিউ কোর্টের পর্যবেক্ষণের পরই আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় ইডি। বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যেওয়া যেতে পারে।

সূত্র মারফত জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে শুক্রবারই ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই গরু পাচার মামলায় এনামুল হক ও সায়গল হোসেককে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। অনুব্রত মণ্ডলকেও দিল্লি নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।