দাউ দাউ করে জ্বলে উঠল জোড়া ট্রলার, নিমেষে পুড়ে ছাই দু’কোটি

0
293

কাঁথি: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মৎস্যজীবীদের ট্রলার। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগেই ভস্মীভূত দুটি ট্রলার। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি কালিনগরে বজবজিয়া খাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, ১ লা জুন থেকে চালু ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

- Advertisement -

জানা গিয়েছে, কালিনগরে বজবজিয়া খাল সংলগ্ন এলাকায় সমুদ্রে মৎস্য শিকারের আগে ট্রলারে কাজ চলছিল।আচমকাই ট্রলারের ওলডিং কাজ করার সময় আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রলারের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারা খাল থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। অসংখ্য মৎস্যজীবী উপস্থিত থাকায় কারণে অন্য ট্রলারে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি।

আরও পড়ুনঃ কেন দেওয়া হয়নি দলীয় পতাকা, উত্তরীয় পরিয়েই তৃণমূলে স্বাগত অর্জুন সিংকে

দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে সব শেষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’কোটি টাকা। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় হেঁড়িয়া তদন্তে পুলিশ। কি করে আগুন লাগল ট্রলার দুটিতে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, মৎস্য শিকার আগেই ট্রলারের অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত মাথায় হাত মৎস্যজীবী থেকে ট্রলার মালিকের। স্থানীয় এক মৎস্যজীবী বলেন, ‘আচমকা ওলডিং কাজ করার সময় একটি ট্রলারে আগুন লেগে যায়। পাশে থাকা আরেকটি ট্রলারে আগুন ছড়িয়ে পড়ে। খাল দিয়ে পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’