কোন সময়গুলি সঙ্গমের জন্য নিরাপদ নয়, জানতে পড়ুন প্রতিবেদনটি

0
358

খাস ডেস্ক: পুরুষ-নারী একে অপরের উপর শারিরীকভাবে আকৃষ্ট হবে এটাই তো স্বাভাবিক৷ তবে সঙ্গমের সময় নিয়ে বিস্তার মতামত রয়েছে৷ কোন সময়টা সঙ্গমের জন্য সঠিক আর কোনটি হয় আজ সেই বিষয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে৷

- Advertisement -

সঙ্গমের আগে পুরুষরা নারীদের দৃষ্টি আকর্ষণ করতে গোলাপ দিয়ে থাকে বা একান্ত নিজেদের মতো সময় কাটান৷ এরপর ধীরে ধীরে আরও গভীরে যান৷ তাই যৌন উত্তেজনা বাড়াতে পুরুষসঙ্গীরা তাদের মহিলাসঙ্গীদের উপর অনেক কিছুই করেই থাকেন৷ কারণ যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে৷

অনেকেই সঙ্গমের সঠিক সময়টা জানেন না৷ তাই অনেক সময় সেক্সের পর মহিলাসঙ্গীরা বিপদে পড়ে যান৷ শুধু শারীরিক সমস্যার সম্মুখীন হন তা কিন্তু নয়, প্রভাব পড়ে মনেও৷ তাই নিজেদের কন্ট্রোল করে এই সময়গুলি বাদ দিয়ে সঙ্গমে লিপ্ত হবেন আজ থেকে৷ দেখবেন অনেক সুস্থ থাকবেন৷

মেয়েদের পিরিয়ড চলাকালীন সঙ্গমে লিপ্ত হওয়া উচিত নয়৷ কারণ এই সময় সহবাস করলে মেয়েরা একাাধিক শারিরীক সমস্যার সম্মুখীন হতে পারেন৷ তাই পিরিয়ড চলাকালীন কটা দিন সেক্স একদই করা যাবে না৷

বাচ্চা প্রসবের পর সঙ্গম করা একদমই উচিত নয়৷ কারণ সেই সময় সঙ্গম করে কঠিন রোগ হতে পারে৷ তাছাড়া প্রসবের পর মহিলাদের শারিরীক অনেক সমস্যা দেখা দেয়৷ তাই এই সময় সেক্স করলে সমস্যা আরও বাড়তে পারে৷

বিশেষজ্ঞদের মতে, মন ভালো না থাকলে বা কোনও চিন্তার মধ্যে থাকলে এবং শরীর ক্লান্ত থাকলে কিংবা দুর্বল থাকলে কখনওই সঙ্গম করা ঠিক নয়৷ এই সময় সঙ্গী বা সঙ্গীনিকেও একদম জোড় করা উচিত নয়৷ এতে সম্পর্ক খারাপ হতে পাতে৷

অতিরিক্ত নেশা করেও সঙ্গীনির সঙ্গে যৌন সম্পর্কে না জড়ানোর ভালোই৷ কারণ বিশেষজ্ঞদের মতে, এই সময় নেশার ঘোরে যা কিছুই ঘটে যেতে পারে৷ যার জন্য পরে নিজেদের আফসোস করতে হতে পারে৷ তাই এই সময়টা বাদ রাখাই ভালো৷