ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের

0
15
dengu

খাস ডেস্ক: কলকাতার পর এবার মালদহে! ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল সুজাপুরের ১৩ বছরের কিশোরের। ডেঙ্গু আক্রান্ত হয়ে মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় ওই কিশোরের। হাদপাতালের সুপার জানিয়েছেন, ডেঙ্গু শক সিনড্রোমে মৃত্যু হয়েছে ওই বালকের। যদিও এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, ওই মৃত কিশোরের বাড়ি মালদহের কালিয়াচক থানার সুজাপুর সাড়ানপাড়া এলাকায়। বিগত কয়তেকদিন ধরেই জ্বরে ভুগছিল সে। এরপর তার রক্ত পরীক্ষা করালে জানা যায় যে, সে ডেঙ্গু আক্রান্ত। তারপরেই তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় ওই কিশোরকে। এরপরে আজ ভোর রাতে মৃত্যু হয় ওই বালকের।

আরও পড়ুন-কলকাতায় এলেন প্রবীণ অর্থনৈতিক উপদেষ্টা, খতিয়ে দেখবেন কাজের অগ্রগতি

পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই তাঁরা তাঁদের ছেলেকে হারিয়েছেন। হাসপাতালে কিশোরকে সঠিক চিকিৎসা করা হয়নি। ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয় কিশোরের। আর এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। রীতিমত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু হয়েছে আক্রান্তের।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

প্রসঙ্গত, এর আগেও কলকাতা, হাওড়া সহ একাধিক জেলা থেকে উঠে এসেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। রাজ্যে এতদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বলি হয়েছে প্রায় ৯৭ জন। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল গুলি।