কলকাতায় এলেন প্রবীণ অর্থনৈতিক উপদেষ্টা, খতিয়ে দেখবেন কাজের অগ্রগতি

0
35

খাস ডেস্ক: শহরে এলেন প্রবীণ অর্থনৈতিক উপদেষ্টা আর কে জেনার। হিন্দিতে সরকারি কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। এছাড়াও সরকারি দফতরের বকেয়া বিষয়ে নিষ্পত্তি, স্বচ্ছতা অভিযানের গতি ও সরকারি কাজে হিন্দি ভাষা প্রয়োগের অগ্রগতি খতিয়ে দেখতে তিনি কলকাতায় আসলেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতর ঘুরে দেখলেন তিনি। সরকারি কাজে দ্রুততা আনাই তাঁর মুল্য লক্ষ্য বলে জানিয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, প্রবীণ অর্থনৈতিক উপদেষ্টা আর কে জেনার কলকাতায় এসেই একের পর এক সরকারি দফতরে যান। সেখানে গিয়ে সমস্ত দফতরে গিয়ে কাজের গতি খতিয়ে দেখেন। এছাড়াও হিন্দি ভাষা প্রয়োগের অগ্রগতি কতখানি, সেবিষয়েও তিনি নজর রাখেন।

আরও পড়ুন-Weather update: বঙ্গজুড়ে শীতের আমেজ, আরও নিম্নমুখী তাপমাত্রার পারদ… 

এপ্রসঙ্গে তিনি জানান, সরকারি কাজে দ্রুততা আনাই তাঁর মুল্য লক্ষ্য। কোনও ভাবেই যাতে সরকারি কাজ থেমে না থাকে। দ্রুত গতিতে সম্পূর্ণ করতে হবে সমস্ত কাজ। এর পাশাপাশি সরকারি দফতরের বকেয়া বিষয়ে নিষ্পত্তি, স্বচ্ছতা অভিযানের গতি ও সরকারি কাজে হিন্দি ভাষা প্রয়োগের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor