এবার সপ্তাহ ব্যাপী দুর্ভোগ, সোম থেকে ১০ দিন বাতিল ৪৬ জোড়া লোকাল ট্রেন

নৈহাটি-রানাঘাট শাখায় ইন্টারলকিংয়ের কাজের, ফের ভোগান্তির শিকার হবেন ট্রেন যাত্রীরা

0
80
local train cancel

কলকাতা : শিয়ালদহ শাখায় ঘন ঘন বাতিল লোকাল ট্রেন (local train cancel)। আগামী সোমবার থেকে ১০ দিন বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৬ জোড়া ট্রেন বাতিল। সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন শিয়ালদার ডিআরএম এস পি সিং।

আরও পড়ুন :‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পর Heeramandi, ফের যৌনকর্মীদের গল্প বলবেন বনশালি

- Advertisement -

হাওড়া বর্ধমান শাখায় দুর্ভোগ তো চলছেই। এবার দফায় দফায় দুর্ভোগ শুরু হয়েছে শিয়ালদহ মেন শাখাতেও। ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত, ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল। একইসঙ্গে, ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি, অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে মোট ১৩ টি এক্সপ্রেস ট্রেন। ওই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে মোট ৪ জোড়া এক্সপ্রেস ট্রেনও। অর্থাৎ আপ এবং ডাউন মিলিয়ে মোট আটটি ট্রেন বাতিল থাকছে। তালিকায় রয়েছে, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা-সিউড়ি মেমু, শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস।

আরও পড়ুন :বেশ কিছুদিন ধরেই ছিলেন নিখোঁজ, শনিবার পুকুরে বৃদ্ধের দেহ ভাসতে দেখলেন স্থানীয়রা

আরও পড়ুন :২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত নওশাদের, আদালত থেকে বেড়িয়েই প্রশাসনকে হুঁশিয়ারি ISF প্রধানের

নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ এবং ইন্টারলকিংয়ের কাজের জন্য এই লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনগুলিকে বাতিল (local train cancel) করা এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী, নৈহাটি, বর্ধমান, কাটোয়া শাখায় ট্রেন বাতিল থাকবে। প্রতিদিন এই শাখায় আপ-ডাউন মিলিয়ে মোট ২২২টি লোকাল ট্রেন চলে। ১১৫টি আপ এবং ১০৭টি ডাউন। এইফলে ফের সপ্তাহ ব্যাপী দুর্ভোগের মধ্যে পড়তে হবে ট্রেনযাত্রীদের।