সাইক্লোন মোকাবিলায় রোপণ করা হল ১৫ কোটি ম্যানগ্রোভ

0
66

খাস ডেস্ক: আয়লা, ইয়াস ও বুলবুল সহ একাধিক প্রাতৃতিক দুর্যোগ থেকে সুন্দরবনকে রক্ষা করেছিল ম্যানগ্রোভ৷ কিন্তু বছরের পর বছর কমে যাচ্ছে ম্যানগ্রোভ৷ তাই এবার সাইক্লোন মোকাবিলায় গোটা সুন্দরবন জুড়ে রোপণ করা হয়েছে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ৷ জানা যাচ্ছে, আগেও সুন্দরবনকে বাঁচানোর জন্য ম্যানগ্রোভ রোপণ করা হয়েছিল৷ কিন্তু তার সংখ্যাটা এতো ছিল না৷ এখনও পর্যন্ত ১৫ কোটি সর্বোচ্চ রেকর্ড৷

সূত্রের খবর, ১৫ কোটি ম্যানগ্রোভ রোপণে সাহায্য করেছে বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী৷ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এগিয়ে এসেছেন বিশেষ উৎসাহে৷ এই প্রসঙ্গে পরিবেশমন্ত্রী রত্না দে নাগ বলেন, পরিবেশ বাঁচাতেই এই উদ্যোগ৷ ম্যানগ্রোভ রোপণ সাফল্যের সঙ্গে করা হয়েছে৷

- Advertisement -

পরিবেশবিদদের মতে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে বৃক্ষরোপণের উপযোগিতা সব সময় অনস্বীকার্য৷ এটা নতুন কিছু না৷ শুধু ঝড় নয়, বন্যা-ভূমিকম্প-দূষণ প্রতিরোধ করতেও গাছের বিকল্প আর কিছু নেই৷ তাই সুন্দরবনকে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ অরণ্য৷

ম্যানগ্রোভ এক প্রকার জলাভূমিযুক্ত বনাঞ্চল৷ উপকূলীয় সম্প্রদায়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক পরিষেবা সরবরাহ করে থাকে এই গাছগুলি৷ গাছেদের ঘনত্ব, বিভিন্ন প্রজাতির গাছেদের উপস্থিতি, জলাভূমি অঞ্চলে জলের প্রবাহ প্রভৃতি বৈশিষ্টের জন্য ম্যানগ্রোভ অঞ্চল বন্যা এবং ঝড়ের বিরুদ্ধে এক ধরণের বাফার বা প্রশমন অঞ্চল তৈরি করে৷