‘যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, উনি ভাইপোকে বাঁচাতে ব্যস্ত’: Dilip Ghosh

0
36

পলাশ নস্কর, কলকাতা: ‘‘লড়াই এবার তৃণমূলের অন্দরে৷ অরূপ রায় বনাম মনোজ তিওয়ারি৷ পার্টির মধ্যে ঘামাসান লড়াই চলছে। যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে। মুশল পর্ব শুরু হয়ে গেছে। এসব নিয়ে মমতা ব্যানার্জির কোনো বক্তব্য থাকে না। উনি এখন ভাইপোকে বাঁচাতে ব্যস্ত।’’ – বক্তার নাম দিলীপ ঘোষ৷ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি৷ শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে দিলীপের দাবি, ‘‘আমার মনে হয় সেটাও পারবেন না। আজ যদি মন্ত্রীদের মধ্যে এরকম চুলোচুলি হয়, তাহলে সাধারণ কর্মী, যারা পাড়ার গুন্ডা বা কাটমানিখোর, তারা তো মারামারি করবেই। এর ফল সাধারণ মানুষ ভুগছে।’’

আরও পড়ুন: ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’

- Advertisement -

আরও পড়ুন: Weather Update: ফের কাঠফাটা গরম, কবে থেকে? রইল বিস্তারিত

অভিষেকের নব জোয়ারে আগামীকাল শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেককে একই বন্ধনীতে রেখে দিলীপের শ্লেষ, ‘‘কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি? ওকে একটু রাস্তায় ছাড়ুন। উনি ওকে পাঠিয়েই বুঝে গেছেন কতটা দম আছে। পুলিস, এনভিএফ, সিভিক পুলিস এইসব দিয়ে ভিড় করাতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই। কিছু কাটমানি খোর, গুন্ডা বদমাইশ আছে। তাও কেউ রাস্তা আটকাচ্ছে, কেউ চোর বলছে। এরকম জননেতা বাড়ির ল্যাবটরিতে তৈরি হয়। এদের দিয়ে সমাজের কিস্যু হবে না।’’

বস্তুত, শালবনির সফর সেরে শনিবারই মুখ্যমন্ত্রী যাবেন এগরার বোমা বিস্ফোরণের অকুস্থলে৷ ঘটনার দেড় সপ্তাহ পরে মুখ্যমন্ত্রীর এই সফর প্রসঙ্গে দিলীপের টিপ্পনি, ‘‘উনি দেখে নিচ্ছেন, বিক্ষোভ হবে কি না। ওনাকে কেউ চোর চোর বলবে কি না। উনি তো চোরেদের রানি। হয়তো কাল পুলিস দিয়ে ছেয়ে দেবেন। কাউকে কাছে আসতে দেবেন না। হেলিকপ্টার থেকে নেমে স্পটে চলে যাবেন। যেমন বন্যা দেখতে যান। কিন্তু গ্রামে ঢোকেন না। এই ধরনের একটা হাওয়াই সফর করবেন।’’

শীতলকুচিতে পুলিশকে লক্ষ্য করে কেন গুলি, তার ব্যাখ্যাও দিয়েছেন মেদিনীপুরের সাংসদ৷ দিলীপের মতে, ‘‘যখন বিএসএফ গরু পাচারকারীকে গুলি চালিয়েছিল, তখন অভিষেক গিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে এসেছিলেন। মানুষ যখন পুলিশকে তাড়া করছে, যখন জনরোষ পুলিশের ওপর গিয়ে পড়ছে, যখন পুলিশে মানুষ আস্থা হারাচ্ছে, তার মানে প্রশাসন, সরকার এবং মুখ্যমন্ত্রীর ওপর মানুষের আস্থা নেই। অপরাধীদের যদি পুলিশ ধরতে না পারে, তাহলে এটাই ঘটে।’’

আরও পড়ুন: Horoscope Today : আপনার জীবনে দ্বিতীয় নারীর প্রবেশ! রইল বিস্তারিত