আজকের ময়দানের খাস খবর (২৫ মে, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
41

বিধ্বস্ত হওয়ায় অজুহাত দিচ্ছে ব্রড: স্টার্ক

কোভিডের মধ্যে হওয়ায় সর্বশেষ অ্যাশেজ সিরিজকে গোনার বাইরে রাখেন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংলিশ পেসারের এমন কথার পাল্টা জবাব দিয়েছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের প্রশ্ন, বিধ্বস্ত হওয়ার কারণে অজুহাত দিচ্ছেন না তো ব্রড। সবশেষ অ্যাশেজে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে রীতিমতো উড়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজটি তারা হেরে যায় ৪-০ ব্যবধানে। কেবল সিডনি টেস্ট ড্র করতে পারে তারা শেষ জুটির নাটকীয়তায়। বৃষ্টিতে অনেকটা সময় খেলা নষ্ট না হলে হয়তো হোয়াইটওয়াশের স্বাদ পেত ইংলিশরা। ভরাডুবির ওই সিরিজকে ‘সত্যিকারের অ্যাশেজ’ হিসেবে গণ্য করতে নারাজ ব্রড।

- Advertisement -

আরও পড়ুন: কোহলি-গিলের ব্যাটিং দেখে গোঁসা রোহিত শর্মার, কড়া সমালোচনায় ভারত অধিনায়ক

মৌসুমের মাঝ পথেই ক্লাব ছাড়লেন ইনিয়েস্তা

বার্সেলোনায় দেড় যুগের বেশি সময় খেলার পর ২০১৮ সালে জাপানিজ ক্লাব ভিসেল কোবে’তে যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তবে চলতি মৌসুমের শেষ পর্যন্ত জাপানিজ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও, মৌসুমের মাঝামাঝি সময়েই ক্লাব ছাড়লেন সাবেক বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার। আগামী ১ জুলাই ভিসেল কোবে’র হয়ে শেষ ম্যাচটি খেলবেন ইনিয়েস্তা।

গোলের শতকে ইন্টারকে শিরোপা এনে দিলেন মার্টিনেজ

ইন্টার মিলানের জন্য চলতি মৌসুমটা পয়মন্ত। সিরি আ’য় চ্যাম্পিয়ন হতে না পারলেও এরই মধ্যে দুটি শিরোপা ঘরে তুলেছে সিমোনে ইনজাঘির দল। উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ১০ জুন ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই ১৩ বছর পর পাবে ইউরোপ সেরা হওয়ার স্বাদ। ইন্টারের এই দারুণ অর্জনে সম্মুখের যোদ্ধা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা লাউতারো মার্টিনেজ। তাঁর সামনে একই মৌসুমে বিশ্বসেরা হওয়ার পর ইউরোপসেরা হওয়ার সুযোগ।

এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কবে, জানা গেল

অবশেষে এশিয়া কাপ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আগামী রোববার (২৮ মে) এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই’য়ের সদস্য সচিব জয় শাহ।

বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ফুটবলারের মৃত্যু

সতেরো বছর বয়সী ইংলিশ তরুণ ফুটবলার লুক বেনেট বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ১১ হাজার ভোল্ট বিদ্যুতের ধাতব খুঁটির সঙ্গে স্পৃষ্টে মারা যান এএফসি ফাইল্ডে খেলা এই ফুটবলার।

৬-০ গোলের জয়ে ঘুরে দাঁড়াল ব্রাজিল

প্রতিবেশী দেশ আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শুরুতেই ধাক্কা খেয়েছিল ব্রাজিল। টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি প্রথম লড়াইয়েই হারে ইতালির কাছে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নেইমার-ভিনিসিয়াসদের উত্তরসূরিরা। ডমিনিকা রিপাবলিককে বড় ব্যবধানে উড়িয়ে টুর্নামেন্টের আশা টিকিয়ে রাখল জুনিয়র সেলেকাও দল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

একশর বেশি অভিযোগ এলেও সিটিতেই থাকবেন গার্দিওলা

মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে থাকলেও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রয়েছে আর্থিক অভিযোগ। পেপ গার্দিওলা এসব নিয়ে তেমন একটা চিন্তিত নন। অভিযোগ যতই আসুক, ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

একটু শঙ্কা’ নিয়ে উৎসবের ক্ষণ গুণছে বরুশিয়া

শিরোপা প্রায় হাতের মুঠোয়। শেষ রাউন্ডে ড্র করলে কিংবা হারলেও বরুশিয়া ডর্টমুন্ডের সামনে সুযোগ থাকতে পারে বুন্ডেসলিগা জয়ের। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বায়ার্ন মিউনিখের দিকে। তবে কোনো সমীকরণে যেতে চায় না বরুশিয়া, তাদের লক্ষ্য একটাই- শেষ ম্যাচ জিতেই বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠা। যে উৎসব দলটির করা হয়নি গত ১০ বছর! লিগের শেষ রাউন্ডে শনিবার মাইন্সের মুখোমুখি হবে বরুশিয়া। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন। শেষ ধাপে এসে ২ পয়েন্টের ব্যবধান কম নয়, কিন্তু পিছু ছোটা দলটি বায়ার্ন বলেই পা হড়কানোর সুযোগ নেই বরুশিয়ার।