Weather Update: বাড়বে গরমের দাপট, হোলির সপ্তাহেই ৩৮ ডিগ্রি চড়বে পারদ

0
42

খাস ডেস্ক: নামেই বসন্ত! মার্চের চরচরিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়তে তা কেটে যাচ্ছে। তবে আগামী কাল থেকেই বদলে যাবে আবহাওয়া! তীব্র দাবদাহের পূর্বাভাস, হোলির আগেই বাড়বে গরমের দাপট! জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

প্রসঙ্গত, অবশেষে রাজ্য থেকে বজায় নিয়েছে শীত। দিনের পাশাপাশি রাতেরও তাপমাত্রা বেড়ে গিয়েছে। একধাক্কায় ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে কলকাতা সহ একাধিক জেলার তাপমাত্রা। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন অংশে চলছে তাপপ্রবাহ। সেই সব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬-৯ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: ভবিষ্যতে উন্নতির সঙ্গে ধনলাভ, রবিতে চমক ৫ রাশির জাতকদের জীবনে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন রাজ্যের সব জেলাতেই প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে। দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। মার্চ মাস থেকেই গরম একটু বেশি অনুভূত হবে। পাশাপাশি দোলের দিনেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। হওয়া অফিস জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই কারণ, কালবৈশাখী হওয়ার যে আর্দ্রতা বাতাসে থাকতে হয়, আপাতত তা তৈরি হয়নি। তাই আগামী এক সপ্তাহে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।