আগমনী সুর বাজিয়ে নিকোবর দ্বীপে প্রবেশ করল বর্ষা, বাংলায় কবে? রইল বিস্তারিত

0
103

খাস প্রতিবেদন: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যের কালবৈশাখী শুধু দহন থেকে ক্ষণিকের স্বস্তিই দিল না, দেশের বুকে বাজিয়ে দিল বর্ষার আগমনী সুর৷ মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবারই দেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বর্ষা৷ এই মুহূর্তে নিকোবর দ্বীপে মৌসুমী বায়ুর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ যার দৌলতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান-নিকোবরে বর্ষা প্রবেশ করবে। তবে এবারে কেরালায় প্রবেশের ক্ষেত্রে বর্ষার কিছু বাধা রয়েছে৷ যেকারণে ১ জুনের পরিবর্তে কেরালে এবারে বর্ষার আগমন ঘটতে পারে ৪ জুন৷ তার কয়েকদিন পরেই বাংলায় হাজির হবে বাদলা দিন!

আরও পড়ুন: প্রথম দশে নেই কলকাতা, ফেল করল ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী! উঠে আসছে অযোগ্য শিক্ষকদের প্রসঙ্গ

- Advertisement -

তবে এখনই বাংলায় বর্ষার প্রবেশ না ঘটলেও বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও ওড়িশা লাগোয়া দুই মেদিনীপুর. ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমানে দেখা মিলবে বৃষ্টি৷ সঙ্গী হবে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া৷ বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে শহর কলকাতাতেও৷ তবে দিনের বেলায় তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷

আরও পড়ুন: ‘বন্ধ পাথর শিল্প, অর্ধাহারে তিরিশ হাজার মানুষ’ বাঁকুড়া সফরে উন্নয়নের বহর দেখলেন অভিষেক

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ তারই দাপটে বাংলায় টানা তিনদিনের প্রাক বর্ষার বৃষ্টির আর্বিভাব৷ সঙ্গী ঝোড়ো হাওয়া৷ কলকাতার একাংশের পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলিতে দিনের বেলায় বেশ গরম অনুভূত হবে৷ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেও৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এই ক’দিন উত্তরবঙ্গে সেই অর্থে বিশেষ গরম অনুভূত না হওয়ার সম্ভবনায় প্রবল৷

আরও পড়ুন: ভানু বেঁচে থাকলে সত্যি কি শুভেন্দুর বিপদ বাড়তো? কুণালের মন্তব্য ঘিরে বাড়ছে প্রশ্ন