Weather update: এখনই কাটবে না অশনি’র দাপট, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

0
94

খাস ডেস্ক: অশনির প্রভাবে রাজ্যজুড়ে একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। ওদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যদিও এখনই কাটবেনা অশনির প্রভাব। আর যার ফলে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত সমুদ্রের ধারে কার্যত যাওয়া যাবে না। শুক্রবার পর্যন্ত কোনওভাবেই সমুদ্রে যাওয়া যাবে না। ধরা যাবে না মাছ। ১২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রের ধারে গতিবিধি নিয়ন্ত্রিত রাখতে হবে। সমুদ্র তীরবর্তী এলাকার মানুষকে সতর্কা থাকতে হবে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: লক্ষ্মীবারে একাধিক রাশিতে আর্থিক উন্নতি, দেখে নিন আজকের রাশিফল

হাওয়া অফিস আরও জানিয়েছে, ১২ চারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। আবার ২ দিন পর থেকে তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গে তাপমাত্রা একই থাকবে। তবে কাল নিম্নচাপ ঘণীভূত হলে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে অশনির কারণে ঝড়ের কোনও সতর্কতা নেই রাজ্যে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ধীরে ধীরে দুর্বল হবে অশনি।  সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। তীব্র ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তারপর শক্তিও হারিয়েছে।