Municipal Election: নির্বাচনে না লড়েও মেয়র হলেন আসানসোলের বিধান উপাধ্যায়

0
37

আসানসোল: নির্বাচনে না লড়েই হলেন মেয়র। জন্মদিনে দিদির কাছ থেকে বিশেষ উপহার পেলেন আসানসোলের বিধান উপাধ্যায়। জন্মদিনের এই অপ্রত্যাশিত উপহারে অবাক বিধান নিজেও৷ শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ফিরহাদ হাকিম বিধানের নাম ঘোষণা করতেই বারাবনিতে উৎসবে মেতে ওঠেন বিধান-অনুগামীরা।

আরও পড়ুনঃ গরু পাচারের টাকা কোথায়, জেরার পর এনামুলকে গ্রেফতার ED-র

- Advertisement -

বারাবনি থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হয়েছেন বিধান৷ পাশাপাশি তিনি বর্তমানে দলের জেলা সভাপতিও। বর্তমানে তিনি আসানসোলের সৃষ্টি নগরে থাকেন। পুরভোটে তৃণমূলের হয়ে জোরকদমে প্রচারও চালিয়েছেন। তাই বলে কলকাতার পর রাজ্যের সবথেকে বড় পুরনিগম আসানসোলের মেয়র যে তাঁকেই করা হবে, তা কেউই ভাবতে পারেননি৷ কারণ পুরভোটে তাঁকে প্রার্থীই করেনি দল। অন্যদিকে, এক ব্যক্তি এক পদ নিয়ে যখন বিতর্ক চরমে, তখন বারাবনির বিধায়ক তথা জেলা সভাপতি বিধান উপাধ্যায়কে মেয়র হিসাবে দলের তরফে মনোনীত করার সিদ্ধান্তে অবাক রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ Bullet Train: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের কাজ দ্রুত শেষ করতে বিশেষ প্রয়াস প্রধানমন্ত্রীর

অন্যদিকে, আসানসোল পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কেই পুনরায় চেয়ারম্যান করা হল। আসানসোলের মেয়র হওয়ার দৌড়ে সবচেয়ে চর্চিত নাম অমরনাথেরই। জিতেন্দ্র তিওয়ারি ইস্তফা দেওয়ার পর অমরনাথের কাঁধেই আসানসোলের দায়িত্ব দেয় দল। আট বারের কাউন্সিলর অমরনাথের অভিজ্ঞতা অনেক। তাই মেয়র হিসাবে যোগ্য ছিলেন বলেই ধরেছিলেন অনেকে। কিন্তু, মেয়র হিসাবে বিধান উপাধ্যায়ের নাম ঘোষণার পরে কিছুটা হতাশ অমরনাথ। তিনি বলেন, “ভেবেছিলাম, দল আমাকে একটা বড় পদ দেবে। কিন্তু, চেয়ারম্যান করা হয়েছে, সেটাও সম্মানজনক। দলের সিদ্ধান্ত মেনে নিলাম।”

এদিকে আবার এই প্রথমবার আসানসোল পুরনিগমের দুজনকে ডেপুটি মেয়র করা হয়েছে। এদিন তাঁদেরও নাম ঘোষণা করলেন ফিরহাদ। তাঁরা হলেন, অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক। এভাবে একসঙ্গে দুজনকে ডেপুটি মেয়র মনোনীত করার ঘটনাও বেশ চমকপ্রদ বলেই মনে করছে রাজনৈতিক মহল।