বিপ্লবের হাত শক্ত করতে ত্রিপুরার ময়দানে এবার বঙ্গ বিজেপি, যাচ্ছেন শুভেন্দু অধিকারী

দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার প্রধানমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে উপস্থিত থাকবেন। যদিও জানা যায়নি তার পরে তিনি রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন কিনা।

0
105

আগরতলা: তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হতে শুরু করেছে ত্রিপুরার মাটি। ২০২৩-এর বিধানসভা ভোটকে টার্গেট করে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে ঘাসফুল শিবির। বারবার ত্রিপুরায় উড়ে যাচ্ছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। আগামী সেপ্টেম্বর ফের ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সবকিছুর মধ্যে জানা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী মাসেই ত্রিপুরায় যাচ্ছেন।

এমনিতেই ত্রিপুরায় রাজনীতিতে খই ফুটছে। তারমধ্যেই শুভেন্দু অধিকারীর ত্রিপুরার সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে যতদূর জানা গিয়েছে শুভেন্দু অরাজনৈতিক কাজেই ত্রিপুরা যাচ্ছেন। যদিও এই পরিস্থিতে এই কথা মানতে নারাজ অনেকেই। ত্রিপুরায় গরম রাজনৈতিক আবহাওয়ায় শুভেন্দু যাচ্ছেন অথচ কোন রাজনৈতিক কাজে দেখা যাবে না এটাই এখন অবিশ্বাস্য। বাংলার তৃণমূল নেতারা যেমন ত্রিপুরায় আনাগোনা বাড়িয়েছেন সেই পথেই এবার ধীরে ধীরে হাঁটতে চলেছে গেরুয়া শিবির।

- Advertisement -

আরও পড়ুন- ঘাসফুলের দাপটে নিশ্চিহ্ন পদ্ম, অপসারিত বিজেপি প্রধান

গেরুয়া শিবির সূত্রে যতটা জানা গিয়েছে ত্রিপুরায় শুভেন্দুর কর্মসূচী রয়েছে আগামী ১০ অক্টোবর। সেই সময় পুজোর সময়। জানা গিয়েছে দুর্গা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার প্রধানমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে উপস্থিত থাকবেন। যদিও জানা যায়নি তার পরে তিনি রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন কিনা। শুধু শুভেন্দু নন ত্রিপুরায় গেরুয়া শিবিরের ভাঙন রোধ করতে ত্রিপুরা সফরে যেতে পারেন বাংলার বিজেপির শীর্ষ নেতারা। একদিকে যেমন ত্রিপুরা দখলের ডাক এখন থেকেই দিয়েছে তৃণমূল তেমনই বিজেপিও সেখানে নিজেদের শাসন বজায় রাখতে মরিয়া। সব মিলিয়ে ত্রিপুরায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে পদ্মফুল ও ঘাসফুল শিবির।

আরও পড়ুন- বাদ গেল না উৎসবের রাতও, ফের বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়

সম্প্রতি গোটা দেশ দেখেছে ত্রিপুরায় বাম-বিজেপি’র সংঘর্ষে কী ভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আগরতলা। এই ঘটনার পর বিপ্লব দেব সরকারকে বিঁধে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আক্রমণের ঝাঁঝ আরও বাড়তে ফের ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কুণাল ঘোষ ট্যুইট করে জানিয়েছেন, ‘ ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সন্ত্রাস, অপশাসন, জনবিরোধী নীতি, কথা না রাখার প্রতিবাদে এবং ত্রিপুরার প্রকৃত উন্নয়নের অভিযানকে সামনে রেখে কোভিড সতর্কতা রক্ষা করে এই পদযাত্রা করবেন তিনি।’