ফের ইডির তলব, ২১ এ দিল্লিতেই হাজিরার নির্দেশ অভিষেককে

0
81

নয়াদিল্লি: ফের সমন৷ ফের ইডির তলব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ইডি সূত্রের খবর: কয়লা কাণ্ডে ফের আগামী ২১ সেপ্টেম্বর অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে৷ এই নিয়ে কয়লা পাচার কাণ্ডে টানা তিন বার ইডির সমনের মুখে পড়লেন অভিষেক৷

কয়লা পাচার কাণ্ডে গত সোমবার দিল্লির জামনগরের অফিসে অভিষেককে ডেকেছিল ইডি। টানা ন’ঘণ্টা তাঁকে জেরা করার পর ফের বুধবার ডেকেছিলেন তদন্তকারীরা৷ পাঠানো হয়েছিল সমনও৷ যদিও সেদিন হাজির হননি অভিষেক৷ সেকারণেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর৷

- Advertisement -

এর আগে কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকেও সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা৷ তবে এই করোনা আবহে ছোট সন্তানকে একা রেখে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে রুজিয়া ইডি কর্তাদের উদ্দেশ্যে লিখেছিলেন, সম্ভব হলে কলকাতায় এসে জেরা করুন৷

ইডি সূত্রের খবর: অভিষেকদের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় এবং বাবা কার্তিক বন্দ্যোপাধ্যায় দুটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন৷ এই দুটি কোম্পানির অ্যাকাউন্টে ৪.৩৭ কোটি টাকা জমা পড়েছে। সেই টাকার উৎস সম্পর্কে আগের দিন অভিষেকের কাছে তথ্য চাওয়া হয়েছিল৷ কিন্তু তিনি কোনও সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলেই গোয়েন্দা সংস্থার দাবি৷

এক গোয়েন্দা কর্তার কথায়, ‘‘আলাদা করে জেরা করার পর প্রয়োজনে অভিষেক ও রুজিরাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে৷’’ তবে ইডির ডাকে সাড়া দিয়ে অভিষেক ফের দিল্লি যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷