ঘাসফুলের দাপটে নিশ্চিহ্ন পদ্ম, অপসারিত বিজেপি প্রধান

0
276

চাঁচল: দলীয় সদস্যদের ডাকা অনাস্থা ভোটে অপসারিত হলেন বিজেপি প্রধান । প্রকাশ্যে উঠে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। চাঁচল ২ নম্বর ব্লকের গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভয় ও প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। উন্নয়নে সামিল হতে দলে দলে সকলেই তৃণমূলে যোগদান করবেন পাল্টা প্রতিক্রিয়া শাসকদলের।

উল্লেখ্য,২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে নয়টি আসন দখল করে বিজেপি, তৃণমূল কংগ্রেস তিনটি আসন, কংগ্রেস দুটি ও বামেরা একটি আসন নিজেদের দখলে রাখে। বিজেপির প্রধান পদে নির্বাচিত হন পুষ্পা ওরাও। এই বিজেপি প্রধানের বিরুদ্ধে চার বিজেপির সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় অনাস্থা প্রস্তাব আনেন। সেই প্রস্তাবেই অপসারিত হন বিজেপির প্রধান ও উপপ্রধান। অনাস্থা নিয়ে আসা চার বিজেপির সদস্যরা এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অপসারিত গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতের অপসারিত বিজেপি প্রধান পুষ্পা রানী ওরাও।

- Advertisement -

আরও পড়ুন: বাংলা থেকে এবার জাতীয় স্তরে পাড়ি দিচ্ছে লকেট

এদিকে, বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীকোন্দলের জেরেই অনাস্থা দাবি করেছেন চাঁচল ২ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রফিকুল হোসেন । তিনি জানিয়েছেন, উন্নয়নে সামিল হতেই ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন।

অর্থের প্রলোভন ও মিথ্যে মামলার ভয় দেখিয়ে তাদেরকে দল ভাঙানো হচ্ছে । এতে গোষ্ঠীকোন্দলের কোন বিষয় নেই। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে চাননি জেলা বিজেপি নেতৃত্ব। জেলা যুব মোর্চার সভাপতি সুমিত সরকার জানান, ভয়ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। হাইকোর্টে এই বিষয়ে মামলা করেছে বিজেপি বলে দাবি করেন তিনি।