বাদ গেল না উৎসবের রাতও, ফের বোমাবাজিতে উত্তপ্ত টিটাগড়

0
89

ব্যারাকপুর: রাতভর বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল টিটাগড় পুরএলাকায়। টিটাগড় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা৷

আরও পড়ুন: সন্ত্রাস-খুন-বেকারত্বকে হাতিয়ার করেই ভবানীপুরে দিদিকে কোনঠাসা করতে মরিয়া শুভেন্দুরা

- Advertisement -

শুক্রবার গভীর রাতে টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের আর পি গুপ্তা পথ অঞ্চলের বাসিন্দরা মেতে উঠেছিলেন গণেশ পুজো নিয়ে। সেই সময় হঠাৎ করেই বোমাবাজি করে একদল দুষ্কৃতী। অভিযোগ, সবাই যখন গণেশ পুজো নিয়ে মেতেছিল তখনই বিজেপি কর্মী এবং ব্যারাকপুর আদালতের উকিল রাজেন সিংয়ের বাড়ির কাছেই পরপর দুটি বোমা পড়ে৷ এরপর এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মী ও এলাকাবাসীদের বক্তব্য, বিগত তিরিশ চল্লিশ বছর ধরে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনও হয়নি। ফলে হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। পরিস্থিতির জন্য তাঁরা পুলিশকেই দায়ী করছেন বাসিন্দারা৷

আরও পড়ুন: সারথীদের জয় সুনিশ্চিত করতে মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যাচ্ছেন ‘অভিভাবক’ মমতা

প্রসঙ্গত কিছুদিন আগেই মনীশ শুক্লার অফিসের সামনেই হয়েছিল বোমা বাজির ঘটনা। তবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই বোমাবাজি ঘটানোর অভিযোগ করা হলেও তা উড়িয়ে দিয়েছেন টিটাগরের পুর প্রশাসক। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি৷