সপ্তাহে মাত্র চার দিন কাজ, নয়া ঘোষণা এই সংস্থার

0
178
প্রতীকী ছবি

খাস ডেস্ক: করোনার ধাক্কায় এখন টালমাটাল ভারত। কোভিডের সেকেন্ড ওয়েভের নিশানায় কার্যত গোটা দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩.৫৭ লক্ষ মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও।

সংক্রমণের মাত্রা হু হু ককরোনার ধাক্কায় এখন টালমাটাল ভারত। কোভিডের সেকেন্ড ওয়েভের নিশানায় কার্যত গোটা দেশ। রে বেড়ে যাওয়ায় বেহাল হয়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত দেশ। বিভিন্ন প্রান্তে জারি হয়েছে লকডাউন, এমনকি নাইট কার্ফুও। এবার সেই পরিস্থিতিতেই নয়া উদ্যোগ নিলেন ফুড ডেলিভারি সংস্থা সুইগি।

- Advertisement -

এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসে কর্মীদের সপ্তাহে চারদিন কাজ করতে হবে। আর তারপর থেকেই তাদের এই ঘোষণায় দারুণ খুশি ডেলিভারি বয়রা। মে মাসের পয়লা তারিখে এই সংস্থার এইচ আর প্রধান গিরিশ মেনন একটি অভ্যন্তরীণ মেলে জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে সমস্ত কর্মীদের সপ্তাহে চারদিন কাজের কথা বলা হচ্ছে।

তবে কোন চারদিন কাজ করতে চান, তা কর্মীরাই ঠিক করতে পারবেন। বাড়তি একদিন যে ছুটি পাওয়া যাবে, সেটাতে কর্মীদের ছুটি নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি পরিবারের দেখাশোনা করা, নিজেদের শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন মেনন। তবে একইসঙ্গে ওই মেলে বলা হয়েছে, কোনও কর্মী যদি স্বেচ্ছায় বাড়তি ছুটির দিনে সুইগির কোভিড টাস্ক ফোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, তবে সাহায্য করতে পারেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। এই সংকটময় পরিস্থিতিতে কর্মীদের সাহায্য করার জন্য একটি জরুরিকালীন বিশেষ দল গঠন করেছে সুইগি। সঙ্গে সব কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের টিকাকরণেরও পরিকল্পনা করছে এই ফুড ডেলিভারি সংস্থা। পাশাপাশি কর্মীরা যাতে হাসপাতালের শয্যা, প্লাজমা, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য জরুরি সহায়তা চান, সেজন্য ইন-হাউস অ্যাপ এবং একটি হটলাইন নম্বর চালু করেছে সুইগি।