
কলকাতা: প্রশাসনের ভূমিকাকে কার্যত উড়িয়ে দিয়ে নিজেরাই পরিচালনা করে নির্বাচন শুরু করল আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা মেডিকেল কলেজ৷
আজ, বৃহস্পতিবার ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল৷ অভিযোগ, প্রথমে প্রতিশ্রুতি দিয়েও পরে ‘বিশেষ কারণে’ তা থেকে সরে আসে কর্তৃপক্ষ৷ তাই নিজেদের উদ্যোগী হয়ে নির্বাচন শুরু করেছে ডাক্তারি পড়ুয়ারা। ইতিমধ্যেই নির্বাচনের যে প্রক্রিয়া তা শুরু হয়েছে। প্রত্যেকটি বর্ষের জন্য আলাদা আলাদা ব্যালট বাক্স তৈরি রাখা হয়েছে৷ এছাড়াও যে অডিটোরিয়ামে ভোট হচ্ছে সেখানে আলাদা আলাদা করে এক একটি ভোটগ্রহণ কক্ষ তৈরি করা হয়েছে।
সূত্রের খবর, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে চমকে দিয়ে বুধবার সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন মেডিকেল কলেজের পড়ুয়ারা। তবে এই ভোট বা ছাত্র সংসদ নির্বাচনের আইনি বৈধ্যতা নিয়ে প্রশ্নের শেষ নেই। চারটি বর্ষের পাঁচটি করে মোট ২০-টি পদে ভোট হবে। সেখানে প্রার্থী রয়েছেন মোট ৩১ জন। আজ সকাল ১০.৩০ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ চলবে দুপুর ৩-টে অবধি৷ তারপরে হবে গণনা। মোট ভোটার রয়েছেন এক হাজার। পড়ুয়াদের দাবি, পুলিশ ফাঁড়ি থেকে ৮ জন মতো পুলিশকর্মীকে মোতায়েন করার প্রতিশ্রুতি মিলেছে।
পর্যবেক্ষক হিসেবে রয়েছেন- ডাঃ বিনায়ক সেন, অম্বিকেশ মহাপাত্র, সুজাত ভদ্র, বোলান গঙ্গোপাধ্যায়। গণনা শেষের ফলাফল অর্থাৎ ছাত্র সংসদ গঠন করে কলেজ কর্তৃপক্ষকে জানানো হবে। যদিও এই নির্বাচনকে গুরুত্ব দিতে নারাজ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ তাঁদের দাবি, পুরো প্রক্রিয়াটাই অবৈধ৷ ফলে নির্বাচন মিটলেও ফের দু’পক্ষের সংঘাত এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
আরও পড়ুন: ‘আসামী না ভিভিআইপি বোঝা দায় ’- পার্থকে দেখে উড়ে এল কটাক্ষ, শুনলেন জিন্দাবাদ স্লোগানও