একুশ শতকে বাংলার নবজাগরণ শীর্ষক আলোচনা সভা

0
336

খাস খবর, কলকাতা: রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর-উনবিংশ শতাব্দীতে শিক্ষা, সংস্কৃতি থেকে সমস্ত ক্ষেত্রে বাঙালীর যে নবজাগরণ ঘটেছিল, কোথায় গেল সেই বাঙালী? একসময় তো বাংলাকে দেখিয়ে সারা বিশ্ব বলত- ‘হোয়াটস বেঙ্গল থিঙ্কস টু ডে, ইন্ডিয়া থিঙ্কস টু মোরো’৷

আমরা হাজির একুশ শতকে৷ ডিজিট্যাল ভারতের নবজাগরণ কি সত্যি ঘটবে? বাঙালী কি ফের ঘুরে দাঁড়াবে? কোন পথে হাঁটছি আমরা? একুশের রুট ম্যাপ তৈরি করতেই বুধবার কলকাতার বেঙ্গল ক্লাবে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করল খাস খবর৷ সহযোগিতায় ছিল অম্লান আত্মীয় সমাজ৷ আলোচনার বিষয়বস্তু- ‘একুশ শতকে বাংলার নবজাগরণ৷’

- Advertisement -

সঞ্চালনায় রয়েছেন অরুনাভ চট্টোপাধ্যায় ও রুথলিন সাহা নাথ৷ মঞ্চে হাজির রয়েছেন- অধ্যাপিকা মিরাতুন নাহার, ড: অনির্বাণ চট্টোপাধ্যায়, ডা: গৌতম খাস্তগীর, চান্দ্রেয়ী আলম, ড: পারুল মণ্ডল (সিং), শিল্পী অরুণ কুমার চক্রবর্তী, অধ্যাপক জ্যোতির্ময় গোস্বামী ও বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত৷ চলছে আলোচনা সভা৷ অনুষ্ঠানটি সরাসরি দেখতে হবে আমাদের ফেসবুক পেজ ফলো করুন-