যোগী শ্যামাচরণ লাহিড়ীকে বিশেষ সম্মান জানাল কেন্দ্র

0
360

খাস ডেস্ক: এখন সারা বিশ্বে যোগ ব্যায়ামের জনপ্রিয়তা বেড়েছে। অনেক যোগ গুরুই এতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।এরকম একজন যোগ গুরু হলেন কাশীর যোগী শ্যামাচরণ লাহিড়ী। যিনি বিশ্বকে যোগার বিভিন্ন মাত্রা এবং ক্রিয়াকলাপের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

- Advertisement -

মহান যোগ সাধক ছিলেন শ্যামাচরণ লাহিড়ী যিনি লাহিড়ী মহাশয় নামে পরিচিত। তাঁর ১২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারত সরকার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। লাহিড়ী মহাশয়ের নামে ১২৫ টাকার মুদ্রা প্রকাশ করা হবে।

মুদ্রা সংগ্রাহক এবং বিশেষজ্ঞ বিকানীর সুধীর লুনাবত এই বিষয়ে বলেছেন, ”এই গুরুর নামে তৈরি ১২৫ টাকার মুদ্রা প্রথম নয়। দেশে এর আগেও ৬ বার এই মুদ্রা প্রকাশ করা হয়েছে। সুধীরের কথা অনুযায়ী এই কয়েনটি ৩৫ গ্রাম ওজনের। এই কয়েনটি ৫০% রুপো, ৪০% তামা, ৫% নিকেল এবং ৫% দস্তার মিশ্রণে তৈরি করা হয়েছে। এই মুদ্রার মাঝে রয়েছে শ্যামাচরণ লাহিড়ীর ছবি।

 

 

তিনি আরও জানিয়েছেন, এই মুদ্রাটি কখনই মানবসমাজে ব্যবহার করা হবে না। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত হবে মুদ্রাটি। এটি শুধুমাত্র সংগ্রহকারক বস্তু হিসাবে রাখা হবে। কয়েনের ফেস ভ্যালুর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হবে।