সৌমিত্র স্মরণে শুটিং বন্ধের সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের

0
163

খাসখবর ডেস্ক: ৬১ বছরে বাংলা সিনেমার দর্শককে অজস্র কালজয়ী মুহূর্ত উপহার দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন দু’শোর বেশি সিনেমায়৷ ১৯৫৯ সালে অপুর সংসার চলচ্চিত্রে প্রথমবার সপুরুষ সাবলীল বাঙালি ছেলেটির প্রেমে পড়েছিল আপামর বাঙালি। কয়েক দশক পর বেলাশেষের বিশ্বনাথ মজুমদারের চরিত্রেও সৌমিত্র চট্টোপাধ্যায়কেও ঠিক ততটাই ভালোবাসা জানিয়েছিল বাংলা সিনেমার দর্শক।

- Advertisement -

তাঁর প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছে বাংলা সাংস্কৃতিক জগৎ। সেই অভিভাবককে শ্রদ্ধা জানাতেই কাল শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এক নোটিশ দিয়ে জানানো হয়েছে একথা।

Iconic Bengali actor Soumitra Chatterjee dies at 85

আর্টিস্ট ফোরামের সভাপতিও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সভাপতি হিসেবে বারবার শিখিয়ে গেছেন দায়িত্ববোধও। এই করোনা পরিস্থিতিতেও টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে শুটিং শুরু করেন তিনি। অক্টোবরের শুরুতে করোনা আক্রান্ত হয়েই ভরতি হন বেলভিউ নার্সিংহোমে। পরে করোনামুক্ত হলেও অন্যান্য বার্ধক্যজনিত সমস্যার কাছে হার মানেন ‘ফেলুদা’।