ফাইনাল হেরে নিউজিল্যান্ডের প্রশংসায় পঞ্চমুখ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী

0
40
IND vs SL: Shikhar Dhawan said, Virat Kohli-Ravi Shastri's eye on special player

খাস খবর ডেস্ক: সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে হারল ভারতীয় ক্রিকেট দল। আবারও আইসিসি টুর্নামেন্ট জিততে ব্যর্থ হল দল। এই পরাজয়ের পরে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন যে, ইংল্যান্ডের কন্ডিশনে যে দল ভাল খেলেছে তারা জয়ের যোগ্য হয়। ২০১৫ সালের পর থেকে টানা পঞ্চমবারের মতো টিম ইন্ডিয়া কোনও আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হয়েছে।

পরিসংখ্যানগুলি থেকে স্পষ্ট যে, অধিনায়ক হিসাবে বিরাট কোহলি ও হেড কোচ হিসাবে রবি শাস্ত্রীর অধীনে কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি ভারত। ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরে কোচ রবি শাস্ত্রী বলেছেন যে, “এই পরিস্থিতিতে যে দল দুর্দান্ত পারফর্ম করেছে তারা জয়ের যোগ্য এবং তারাই জয় পেয়েছে।” কোচ আরও বলেছেন যে, এই ট্রফি জয়ের মতো বড় বিষয়গুলি সহজে আসে না।

- Advertisement -

শাস্ত্রী টুইটারে লিখেছেন, “এই পরিস্থিতিতে যে দল ভাল তারাই জিতেছে। বিশ্ব শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষার পরে নিউজিল্যান্ড দল জয়ের যোগ্য ছিল। এই ট্রফি জয় বড় জিনিস, যা সহজে আসে না। নিউজিল্যান্ড সত্যিই দুর্দান্ত খেলেছে। শ্রদ্ধা করি তোমাদেরকে।” রিজার্ভ ডে এর দিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। কেন উইলিয়ামসন (৮৯ বলে ৫২ রান) ও রস টেলরের (১০০ বলে ৪৭ রান) জুটির উপর নির্ভর করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয় পেল কিউয়িরা।