ডাকাতির আগে ডাকাতদল পুলিশের জ্বালে ধরা পড়লো

0
21

চাঁচলঃ করোনা আবহে আর লকডাউনের দরুণে চারিদিকে চুরির প্রবনতা বেড়ে গিয়েছে। রাজ্য জুড়ে নানান জায়গায় গভীর রাতে একের পর এক ডাকাতি আর চুরি চলছে। চাঁচলের এক গ্যাঙ্গ বড় ডাকাতির প্ল্যান করছিল অনেকদিন ধরেই। তবে শেষ রক্ষা হলনা। পুলিশের কাছে ধরা পড়ে গেল। বুধবার গভীর রাতে চাঁচল শহরের ফুটবল স্টেডিয়ামে গোপন সূত্রের ভিত্তিতে হানা দেয় চাঁচল থানার পুলিশ। দুষ্টু ডাকাতের বড়সড় ডাকাতির ছক বানচাল করলো চাঁচল থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনের ডাকাত দলকে গ্রেফতার করলেন মালদহের চাঁচল থানার পুলিশ।

তিনজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যাচ্ছে।পুলিশ জানায়, প্রায় সাতজনের দল ছিল। এই তিনজনের কাছ থেকে পুলিশ একটি পাইপ গান, এক রাউন্ড গুলি, দুটো রড, একটি ধারালো হাসুয়া ও প্লেটহীন একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। । চাঁচল থানার পুলিশ এই অপরাধীরা ধরার জন্য সাধারণ পোশাক পড়ে দিলওয়ার হোসেন টহল দিচ্ছেলেন।

- Advertisement -

ধৃত তিনজনের নাম,সুরজিৎ লালা(২৬),রুবেল সেখ(২২),আব্দুল মান্নান(৪০)। সুরজিৎ লালা ও রুবেল সেখের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়।এরা দুজন কুখ‍্যাত ডাকাত ফলে পুলিশ দাবি করেছে।অপরদিকে আব্দুল মান্নানের বাড়ি চাঁচলের মতিহারপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে তিন অপরাধীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে চাঁচল থানার পুলিশ। বাকি অপরাধীদের তল্লাশি চালিয়েছে পুলিশ।