Novak Djokovic : ২১ তম গ্র্যান্ড স্ল্যাম, সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন

0
41

স্পোর্টস ডেস্ক: অপ্রতিরোধ্য, টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচকে ব্যাখ্যা করতে গেলে এই একটা শব্দই বোধহয় যথেষ্ট। বিশ্বের এক নম্বর টেনিস তারমা সার্বিয়ার নোভাক জকোভিচ রবিবার আরও এক গ্র‍্যান্ড স্ল্যামের মালিক হলেন। অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে হারিয়ে সপ্তমবার উইম্বলডন শিরোপা জিতে নিলেন। রেকর্ড ৩২ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলা জকোভিচ পুরুষদের সিঙ্গলস ফাইনালে ৪-৬, ৬-৩,৬-৪, ৭-৬(৩) সেটে কিরগিওসকে হারিয়েছেন। এটিজকোভিচের টানা চতুর্থ উইম্বলডন শিরোপা। রাফায়েল নাদালের চোটের কারণে কিরগিওস সেমিফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলছিলেন।

 

- Advertisement -

জকোভিচ এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে শিরোপা জিতেছিলেন। এবার নিজের সপ্তম শিরোপা জিতে নিলেন জকোভিচ। আমেরিকান পিট সাম্প্রাসের সিঙ্গলস শিরোপা জয়ের রেকর্ডের সমান। চতুর্থ সেটের টাইব্রেকারে জকোভিচ ৬-১ ব্যবধানে লিড নেন এবং কিরগিওসের ব্যাকহ্যান্ডে বল জালে জড়ালে তার তৃতীয় ম্যাচ পয়েন্ট পেয়ে যান। এটি ২১ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, শীর্ষে থাকা কিংবদন্তি রাফায়েল নাদালের চেয়ে একটি কম। সবচেয়ে বেশি উইম্বলডন শিরোপা জেতার ক্ষেত্রে রজার ফেডেরারের পরেই তিনি দ্বিতীয়। আটটি উইম্বলডন শিরোপা জিতেছেন কিংবদন্তি ফেডেরার।

আরও পড়ুন: #HardikAbusedRohit : এই কারণেই কী দল থেকে বাদ পড়লেন হার্দিক

উইম্বলডনে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল জোকোভিচ এবং কিরগিওস। এর আগে কিরগিওস ও জকোভিচ দুইবার মুখোমুখি হয়েছিল এবং দুইবারই জিতেছিলেন অস্ট্রেলিয়ান তারকা। যদিও জকোভিচ এখন উইম্বলডনে ৯৬ টির মধ্যে ৮৬ টি ম্যাচ জিতেছেন। জকোভিচ এখন উইম্বলডনে টানা ২৮টি ম্যাচ জিতেছেন। কেরিয়ারের ৩২ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে জকোভিচ সবচেয়ে বেশি ফাইনালে রজার ফেডেরারের (৩১) রেকর্ডও ভেঙে দিয়েছেন। সার্বিয়ান তারকা এখন তার চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের কাছে পৌঁছে যাচ্ছেন।