IND vs SA: কতদিন পর্যন্ত সুযোগ পাবেন পূজারা-রাহানে, কী বলছেন বিরাট

0
36
IND vs SL 1st Test: Who will bat at No.3 and No.5 in place of Cheteshwar Pujara and Ajinkya Rahane

খাস খবর ডেস্ক: ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণই থেকে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সাত উইকেটের পরাজয়ের সম্মুখীন হয়েছে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের পর ভারতীয় দলের ছন্দপতন। সিরিজে প্রত্যাবর্তন করতে ব্যর্থ বিরাট বাহিনী। কেপটাউন টেস্টে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন অধিনায়ক বিরাট কোহলি। এই সময় তিনি চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের বিষয়েও তার মতামত শেয়ার করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানেকে। তাদের খারাপ ফর্মও ভারতের পরাজয়ের একটি বড় কারণ। দুই খেলোয়াড়ই গোটা সিরিজে প্রায় ২৫ গড়ে রান করেছেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসা অধিনায়ক কোহলিকে প্রশ্ন করা হয় দুই খেলোয়াড়কে নিয়ে। এই বিষয়ে বিরাট স্পষ্ট করে বলেছেন যে, নির্বাচকরা চাইলে দুই খেলোয়াড়কে বাদ দেওয়া যেতে পারে, তবে তাদের যদি টেস্ট দলে রাখা হয়, তবে দল এই দুই খেলোয়াড়কেই পুরোপুরি সমর্থন করবে।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: কেকেআর দলে যোগ দিলেন ভারতের প্রাক্তন বোলিং কোচ

দুই ব্যাটসম্যানই দীর্ঘদিন ধরে ফর্মে নেই। এমন পরিস্থিতিতে কবে পর্যন্ত তাদের সুযোগ দেওয়া হবে। এই দুই খেলোয়াড়কে কতদিন ধরে রাখা হবে এবং কতদিন প্রথম একাদশে থাকবে তা নিয়েই ভাবনায় সমর্থকরা। এই প্রসঙ্গে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, “যেমনটা আমি আগেই বলেছি, আমরা শেষ পর্যন্ত দুই খেলোয়াড়কে সমর্থন করব। অতীতে তারা দুজনেই ভারতের হয়ে দুর্দান্ত কাজ করেছে। নির্বাচকরা যদি তাদেরকে দলে রাখেন, আমরা উভয় খেলোয়াড়কেই পূর্ণ সমর্থন দেব। হ্যাঁ, নির্বাচকদের যদি অন্য কিছু চিন্তা থাকে, তাহলে আমি সেই বিষয়ে কিছু বলতে পারব না। এটা তাদের কাজ।”