দিয়া মির্জার থ্রোব্যাক পিকচারে কি বললেন লারা দত্ত

0
55

বিনোদন ডেস্কঃ  একবার ঘুরে আসা যাক ২০০০ সালে ভারতের ক্রাউন মোমেন্টে। একই বছরে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস এশিয়া প্যাসেফিক খেতাব জিতেছিল ভারত। ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা এই সালটি। সে বছরে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিল প্রিয়াঙ্কা চোপড়া, মিস ইউনিভার্সের খেতাব ছিল লারা দত্ত ভুপতি, আর মিস এশিয়ার খেতাব জিতেছিল দিয়া মির্জা। এদিন বৃহস্পতিবার ২০০০ মিস এশিয়া দিয়া মির্জা একটি থ্রোব্যাক পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। যা দেখে ফের এক ঝলকে ঘুরে আসা যায় ২০০০ সালের সেই স্বর্ণালী মুহূর্তে।

অভিনেত্রীর পোস্ট করা এই ছবিতে কামেরাবন্দি হতে দেখা গিয়েছে ২০০০ মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস এশিয়াকে । কালো পোশাক সহ প্যাজেন্ট স্যাশের সঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত ভুপতি আর দিয়া মির্জাকে। উজ্জ্বল চওড়া হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনজন সফল নারী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন , ”Throwing it back to the year 2000” । কমেন্টে লারা ভুপতি বলেছেন, ”Three girls with a heart full of dreams and each other to lean on!!” ।ঠিক তাই এখন তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। একটা দিন বদলে দিলো তিনটে নারীর জীবন।সে বছর ভারত ‘মিস ওয়ার্ল্ড’ , ‘মিস ইউনিভার্স’ ,’মিস এশিয়া প্যাসেফিক’ খেতাব জেতে ফলে এই প্রতিযোগিতায় সংগঠনকারী ‘ফেমিনা’ খুব ভালো প্রফিট পায়।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Dia Mirza Rekhi (@diamirzaofficial)

কাজের দিক থেকে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে আছে ‘সিটাডেল’। এটি একটি মাল্টি-সিরিজ। রুশো ব্রাদার্স দ্বারা পরিচালিত এই সিরিজে রিচার্ড ম্যাডেন অভিনয় করেছেন। সিটাডেল ছাড়া সম্প্রতি ‘জি লে যারা’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। লারা ভুপাতিকে সম্প্রতি ওয়েব সিরিজ ‘হিক্কাপস অ্যান্ড হুকআপস’ এবং ‘কৌন বনেগি শিখরবতী’তে দেখা গিয়েছে। আর ছবির দিক থেকে তাঁকে অক্ষয় কুমারের সাথে ‘বেল বটম’ এ দেখা গিয়েছে ।এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন লারা ভুপতি। ২০০০ মিস এশিয়া দিয়া মির্জাকে, ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ , ‘তেহজিব’ , ‘কোই মেরে দিল মে হ্যায়’, ‘লাগে রাহো মুন্না ভাই’ এবং সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল অনুভব সিনহার জনপ্রিয় ‘থাপ্পড’ ছবিতে।