আইপিএল থেকে কবে অবসর নেবেন ধোনি? জেনে নিন সিএসকে সতীর্থ রুতুরাজ গায়কোয়াডের উত্তর

0
84

ভারতের প্রাক্তন অধিনায়ক ও তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০২০ সালের ১৫ আগস্ট ধোনি নিজের সোশ্যাল মিডিয়ায় তার অবসর ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। একইভাবে যখন ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও সবাই অবাক হয়েছিল। ধোনিকে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দেখা যায়। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক ধোনিকে আইপিএল ২০২০ -এর শেষ ম্যাচে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটি তার শেষ আইপিএল কিনা। তখন ধোনি আইপিএল থেকে নিজের অবসর গ্রহণের বিষয়ে বলেছিলেন, “অবশ্যই না।”

এবার ধোনির সিএসকে দলের সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়কে আইপিএল থেকে ধোনির অবসর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “এ সম্পর্কে আমার কোনও ধারণা নেই। আমার মনে আছে তিনি গত বছরের ১৫ আগস্ট অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন। দুবাই যাওয়ার আগে আমরা সেদিন চেন্নাইয়ে প্রায় ১০-১২ জনের সাথে অনুশীলন করছিলাম। আমাদের অনুশীলন অধিবেশন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেষ হয়েছিল এবং তারপরে সন্ধ্যা সাতটায় আমরা সবাই মাহি ভাইয়ের সাথে ডিনার করতে বসেছিলাম এবং হঠাৎ কেউ আমাকে বলেছিল যে মাহি ভাই ইনস্টাগ্রামে তার অবসর ঘোষণা করেছেন।”

- Advertisement -

গায়কোয়াড় আরও বলেছেন, “মনেই হয়নি যে মাহি ভাই এই কাজটি করতে যাচ্ছেন। এ নিয়ে কোনও আলোচনা হয়নি, সুতরাং তার মনের মধ্যে কি চলছে এ সম্পর্কে কেউ জানত না। তার সঙ্গে যা কিছু হতে পারে। আমরা তাকে কিছু জিজ্ঞাসা করতে পারিনি কারণ আমরা সকলেই দুঃখিত ছিলাম। হজম করা কঠিন ছিল যে আমরা আর তাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখব না। এটি মেনে নিতে আমাদের ২-৩ দিন সময় লেগেছিল। কেবল আমার সাথে নয়, আমাদের সাথে উপস্থিত প্রত্যেকের একই অবস্থা ছিল।”