লক্ষাধিক টাকার জাল নোট সহ কলকাতায় পুলিশের জালে কাশ্মীরি যুবক

0
137

কলকাতা: নোট বাতিল করা হলেও জালিয়াতদের জাল নোট কারবারি থেকে আটকানো যায়নি। দেশের বিভিন্ন প্রান্তেই চলে জাল নোটের কারবারির মতো অপরাধ মূলক কাজ। এবার খাস কলকাতার থেকেই উদ্ধার হল লক্ষাধিক টাকার জাল নোট। সেই সঙ্গে পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত এক কাশ্মীরি যুবককে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ।

ইকোপার্ক থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে নিউটাউন থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার করা কামাল রশিদ খান নামের ওই অভিযুক্তকে। বয়স ২৭ বছর। গোপন তথ্যের ভিত্তিতেই স্পেশ্যাল টাস্ক ফোর্স ও স্থানীয় থানার পুলিশ অভিযান চালিয়েছিল। ধৃত ব্যক্তি ডিলার এর কাজ করতো বলেই জানা গিয়েছে। নিউটাউনের প্যাঁচার মোড়ের কাছে ৫৮৭ নম্বইর স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার হওয়া জাল নোটের মূল্য ৮ লক্ষ ৯০ হাজার টাকা। আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হয়।

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফ ও ইকোপার্ক থানার পুলিশ এর কাছে গোপন সূত্রে খবর আসে এক ব্যক্তি নিউটাউনে জাল নোট নিয়ে একটি হোটেলে রয়েছে। সেই মত খোঁজ চালিয়ে গতকাল রাতে নিউটাউন প্যাঁচার মোড়ে ওই যুবককে গ্রেফতার করে। গোয়েন্দারা জানিয়েছে ধৃতের কাছ থেকে একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার হয়। তার মধ্যে থেকে ১ হাজার ১৮৬ টি দুই হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। এই টাকা কোথা থেকে নিয়ে আসা হয়েছে আর কাকেই বা দেওয়ার কথা ছিল সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গোয়েন্দারা জানিয়েছে কামাল রশিদ খান নামের ওই জম্মু-কাশ্মীরের বাসিন্দাকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে জালনোটের কারবারের জাল ঠিক কতদূর বিস্তৃত। পুলিশ আরও জানিয়েছে যে ওই যুবকের মুম্বইয়ে একটি ফ্ল্যাটও রয়েছে। মহানগরীতে এতগুলো জাল নোট উদ্ধার হওয়াতে পুলিশ বেশ ভালো করেই বুঝতে পারছে কলকাতাতেও জাল নোটের বড় চক্র রয়েছে। সেটাই এখন খুজে বের করার চেষ্টা চলছে।