বিরাটকে সরিয়ে দেওয়ার পিছনে কী তবে সৌরভ-দ্রাবিড়

0
310

খাস খবর ডেস্ক: টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পদত্যাগের সিদ্ধান্তে হতবাক ক্রিকেট বিশ্ব। শনিবার ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির পদত্যাগের আকস্মিক সিদ্ধান্ত নিয়েই সকলেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাচ্ছে। জল্পনা চললেও সত্যি হয়ে যাবে তা অনেকেই ভাবতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারার পর টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন বিরাট কোহলি। কিন্তু সত্যিই কি সিরিজ হারের জন্য সরে দাঁড়ালেন? নাকি রয়েছে অন্য কোনও কারণ। বোর্ড বা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের চালেই কি সরে দাঁড়িয়েছেন বিরাট?

প্রশ্ন একাধিক। যদিও উত্তর অমিল। একমাত্র বোর্ড বা কোহলিই সেই সমস্ত বিষয় ভালো জানেন। বেশ কিছুদিন ধরেই অবশ্য বোর্ড বনাম বিরাট ঠান্ডা লড়াই চলছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়ে পোস্ট করেন কিং কোহলি। জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে এখানেই যাত্রা শেষ তার। শনিবার বিরাটের ঘোষণার পর থেকেই বিসিসিআই এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে।

- Advertisement -

আরও পড়ুন: বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর সমর্থকদের নিশানায় সৌরভ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের

তবে প্রশ্ন উঠছে একাই কী সৌরভ? নাকি রয়েছেন অন্য একজন। তিনি হলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। অনেকেই মনে করছেন, কোচের মত না থাকলে এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না বোর্ড। সেক্ষেত্রে দ্রাবিড়ও হয়তো আর বিরাটের সঙ্গে কাজ করতে চাননি। আবার দ্রাবিড় বোর্ডকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধা দিলে বা কোহলিকে আটকালে হয়তো এমনটা ঘটত না। অধিনায়কত্ব ছাড়ার দীর্ঘ পোস্টে বিরাট কোহলি বিশেষভাবে শুধুমাত্র রবি শাস্ত্রী এবং মহেন্দ্র সিং ধোনির নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: Virat Kohli: অধিনায়ক বিরাটের যাত্রা শেষ, ব্যাটিংয়ে ফর্ম কী ফিরবে

বিরাটের এই পোস্টে কোথাও ছিল না সৌরভ বা রাহুল দ্রাবিড়ের নাম। ফলে জল্পনা থেকেই যাচ্ছে। এদিন কোহলি লিখেছেন যে, “গত সাত বছর ধরে অবিরাম কঠোর পরিশ্রম এবং প্রতিদিনই দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমি আমার কাজ আন্তরিকতার সঙ্গে করেছি এবং কোনও ত্রুটি রাখিনি। সব কিছু একটা সময়ে থামাতে হয় এবং ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।”