বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর সমর্থকদের নিশানায় সৌরভ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের

0
157

খাস খবর ডেস্ক: টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তার আগে থেকেই অবশ্য বিসিসিআই এর সঙ্গে বিরাটের বিবাদ চলছিলই। বিশেষত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটা ঠাণ্ডা লড়াই যেন চলছে বিরাটের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধান্ব টেস্ট সিরিজে পরাজয়ের পর অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। টি -২০ বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছিল। শনিবার বিরাটের ঘোষণার পর থেকেই বিসিসিআই এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে।

অধিনায়কত্ব ছাড়ার দীর্ঘ পোস্টে বিরাট কোহলি বিশেষভাবে শুধুমাত্র রবি শাস্ত্রী এবং মহেন্দ্র সিং ধোনির নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। বিরাটের এই পোস্টে কোথাও ছিল না সৌরভ বা রাহুল দ্রাবিড়ের নাম। ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার বিরাট কোহলির সাংবাদিক সম্মেলনের পরেই উত্তপ্ত ভারতীয় ক্রিকেট মহল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির দুই রকম বয়ানকে ঘিরে যত বিতর্ক। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে, তিনি বিরাটকে টি -২০ অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। বিরাটের সাংবাদিক সম্মেলনের পর স্পষ্ট হয় সৌরভ নাকি কিছুই বলেননি।

- Advertisement -

আরও পড়ুন: Virat Kohli: অধিনায়ক বিরাটের যাত্রা শেষ, ব্যাটিংয়ে ফর্ম কী ফিরবে

এমনকি তিনি জানতেনও না যে ওয়ানোডে অধিনায়কত্বের পদ থেকে তাঁকে সরানো হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দল নির্বাচনের দিন ১.৫ ঘন্টা আগে প্রধান নির্বাচক চেতন শর্মা বিরাটকে ওয়ানডে অধিনায়কত্বের কথা জানান। একদিনের ক্রিকেটে কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তাঁর সমর্থকদের চক্ষুশূল সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সৌরভের পদত্যাগ দাবি করছে। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর সেই ট্রোল আরও বাড়বে।