Virat Kohli vs BCCI: বিরাটকে শো -কজ নোটিশ দেওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ

0
91

স্পোর্টস ডেস্ক: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট মহলে এই দুইজনের ঠান্ডা লড়াই চলছে। কোহলি টি -২০ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচকরা তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেন। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে নিজের মতামত তুলে ধরেন বিরাট। এটি বোর্ড একেবারেই পছন্দ করেনি। আর ঠিক এই কারণেই নাকি বিরাটকে শো-কজ নোটিশ দিতে চেয়েছিল বিসিসিআই। মিডিয়ায় এমনটাই খবর রটে গিয়েছিল। পরে অবশ্যে এই বিষয়টি খোলসা করেছেন সৌরভ।

তিনি বলেছেন, বিরাট কোহলিকে শো -কজ নোটিশ পাঠানোর কোনও পরিকল্পনা নেই। ভারতের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। এরপর থেকেই বিতর্ক থামার নয়। বিরাট কোহলি স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি যখন ভারতের টি -২০ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁকে বোর্ডের তরফ থেকে কিছু বলা হয়নি। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বলেছিলেন যে, তিনি বিরাটকে টি -২০ অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এরপর থেকেই যেন কোহলি-সৌরভ একে অপরের বিরুদ্ধে। মিডিয়ার দাবি উড়িয়ে দিয়ে বলেছেন যে, বোর্ডের এমন কোনও পরিকল্পনা নেই।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: নতুন দলের অধিনায়ক হয়ে বিশেষ বার্তা দিলেন হার্দিক-রাহুল

২০২১ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ বিরাটের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন। বিরাটের সাংবাদিক সম্মেলনের পর থেকেই ক্ষুব্ধ ছিলেন সৌরভ। তিনি বোর্ড সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। সেই আলোচনার পর টেস্ট সিরিজের কয়েকদিন আগে অধিনায়ককে নোটিশ দেওয়া ঠিক মনে করেনি বোর্ড। সেই কারণেই বিরাটকে আর নোটিশ দেওয়া হয়নি। তবে চাপে পরে নিজেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে বিরাট।