এই জনপ্রিয় অভিনেত্রীর প্রেমে মজেছেন Venkatesh Iyer

0
94
Venkatesh Iyer and Telugu actress Priyanka's 'CUTE' chat went viral on Instagram

স্পোর্টস ডেস্ক: ভেঙ্কটেশ আইয়ার আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বে নজরে এসেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ব্যাটিং করে নজর কেড়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তার খেলার মাধ্যমে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন আইয়ার (Venkatesh Iyer)। এক বছরেরও কম সময়ে তিনি টিম ইন্ডিয়ার হয়ে তার ওয়ানডে এবং টি -২০ আন্তর্জাতিকে অভিষেক করেছেন। ভেঙ্কটেশ সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। তবে সম্প্রতি তেলেগু অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকারের একটি ছবিতে কমেন্ট করেছেন। এরপরই আইয়ারের এই মন্তব্য ভাইরাল হয়ে যায়।

জল্পনা শুরু হয়ে যায়, তবে কী প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে রয়েছেন আইয়ার (Venkatesh Iyer)? প্রিয়াঙ্কার পোস্টে ভেঙ্কটেশের কমেন্টের জবাবও দেন তেলেগু অভিনেত্রী। তারপরই কমেন্ট বক্সের এই চ্যাটে ফ্যানসরা উপভোগ করতে শুরু করেন। নেটিজেনদের মধ্যে কয়েকজন লিখেছেন যে, মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু চলছে। প্রিয়াঙ্কা এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে ভেঙ্কটেশ আইয়ার কমেন্টে লিখেছেন, “কিউট!”

- Advertisement -

আরও পড়ুন: ICC -এর নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে সৌরভ-শাহ

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Jawalkar (@jawalkkar)

এরপর আর দেরি না করে এই মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা কী লিখেছিলেন, “কে? আপনি?” ভেঙ্কটেশের কমেন্টে ১০ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছে। প্রায় ২০০০ এরও বেশি মানুষ এই কমেন্টের জবাব দিয়েছেন। প্রিয়াঙ্কার কথা বলতে গেলে, তিনি ২০১৭ সালে তার অভিনয় জগতে অভিষেক করেন। এখনও পর্যন্ত তিনি চারটি তেলেগু ছবিতে অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা বেশ সক্রিয়।