আট মাসের শিশুর চিকিৎসায় সাহায্য, নিজের রৌপ্যপদক নিলামে তুললেন মারিয়া

0
54

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিকের আসর জমজমাট ছিল। একাধিক ক্রীড়াবিদ পদক জিতে সম্মানের সঙ্গে টোকিও ছেড়েছেন। কেউ কেউ সোনা না জিতেও জয় করেছেন হৃদয়। তাদের মধ্যেই অন্যতম পোল্যান্ডের জ্যাভেলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেজিক। মারিয়া তাঁর রৌপ্যপদক নিলামে তুলেছেন যা তিনি সম্প্রতি শেষ হওয়া টোকিও অলিম্পিকে জিতেছিলেন। আট মাসের শিশুর হার্ট সার্জারির জন্য এই উদ্যোগ নিয়েছেন মারিয়া।

ওই শিশুর চিকিৎসার জন্য নিজের রৌপ্যপদক নিলামে তুললেন মারিয়া। এরপর নিজের ইনস্টাগ্রামে এই বিষয়ে পোস্ট করেন তিনি। রৌপ্য পদকের নিলাম জিতে নেয় জাবকা নামক পোল্যান্ডের একটি সুপারমার্কেট চেইন। দাম উঠেছে ১ লক্ষ ২৫ হাজার ডলার। যদিও মারিয়া আন্দ্রেজিককে তাঁর রৌপ্যপদক ফিরিয়ে দিয়েছেন ওই সংস্থা। শিশুটির অস্ত্রপাচারের জন্য এই অর্থ দান করা হবে। সোমবার নিজের ফেসবুকে ওই শিশুকে নিয়ে পোস্ট করেন মারিয়া।

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG: ব্যাটিংয়ে কোথায় ভুল করছেন বিরাট, শুধরে দিলেন শচীন

 

View this post on Instagram

 

A post shared by Maria M. Andrejczyk (@m.andrejczyk)

টোকিও অলিম্পিকে ৬৪.৬১ মিটার নিক্ষেপের পর মহিলাদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে দ্বিতীয় স্থানে ছিলেন আন্দ্রেজিক। ২৫ বছর বয়সী এই অলিম্পিয়ানের ২০১৮ সালে হাড়ের ক্যান্সার ধরা পড়ে। তার রোগ নির্ণয়ের এক বছর পর তিনি ২০১৯ সালে ইউরোপিয়ান টিম চ্যাম্পিয়নশিপ সুপার লিগে দ্বিতীয় স্থান অর্জন করেন। এর ফলে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্যও যোগ্যতা অর্জন করেন।