The Ultimate: অ্যাডিলেডে ৩৬ অলআউট থেকে গাব্বায় গর্বের জয়, বিশেষ পোস্ট শেয়ার আইসিসির

0
80

খাস খবর ডেস্ক: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার জন্য বড় সুসংবাদ। শেষ দুই টেস্ট সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ভারত পরাজিত করেছিল। দল ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাটিতে সিরিজ জয় করেছিল। তার আগে অস্ট্রেলিয়ার এক ঐতিহাসিক জয়ের সাক্ষী ছিল। বিরাট-বুমরাহ-জাদেজার মতো ক্রিকেটারদের ছাড়াই দলের অনেক অনভিজ্ঞ খেলোয়াড়রা অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল।

এবার অনলাইন ভোটের ভিত্তিতে, আইসিসি ২০২০-২১ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা বর্ডার-গাভাস্কার ট্রফিকে চূড়ান্ত টেস্ট সিরিজ হিসাবে ঘোষণা করেছে। মঙ্গলবার টুইটারে পোস্ট শেয়ার করে আইসিসি লিখেছে, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ এর আগে আমরা আল্টিমেট টেস্ট সিরিজের সিদ্ধান্ত নিয়েছি। বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ ২০২১ আমাদের প্রধান চ্যানেলগুলিতে ১৫ টি হেড টু হেড এবং সাত মিলিয়নের বেশি ভোটের পরে জয়ী হয়েছে।”

- Advertisement -

ক্যাঙ্গারুদের মাটিতে ভারতীয় দলের পক্ষে এই জয় ছিল বিভিন্ন দিক থেকে খুব স্পেশাল। সবচেয়ে বড় বিষয় হল ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড বিরাট কোহলিকে ছাড়াই দল এই জয় পেয়েছিল। অ্যাডিলেডে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে ভারতে ফিরেছিলেন বিরাট। তিনি তার সন্তানের জন্মের সময়ে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। এই ম্যাচে ভারত ৩৬ রানে অলআউট হয়েছিল। তবে এখান থেকে ভারতীয় দল সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় অজিঙ্ক রাহানের নেতৃত্বে। শেষ টেস্টে গাব্বায় অসিদের চূর্ণ করে গর্বের জয় ছিনিয়ে নিয়েছিল পূজারা পন্থরা।