অভাবী ভায়োলিন বাদকের ভিডিও ভাইরাল, পাশে থাকতে চাইলেন বিধায়ক রাজ

মানুষের জন্য কাজ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং তাঁর রণকৌশলের পদক্ষেপ থেকে বুঝিয়ে দিয়েছিলেন রাজ চক্রবর্তী রাজনীতিতে লম্বা দৌড়ের ঘোড়া।

0
99

পূর্বাশা দাস: সদ্য রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি প্রথমবারেই ব্যারাকপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন রাজনীতিতে আনকোরা রাজ চক্রবর্তী। ভোট প্রচারের সময়েই তিনি চষে ফেলেছিলেন তাঁর বিধানসভা এলাকার প্রতিটি আনাচে-কানাচে। ভোট প্রচারের সময় মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের জন্য কাজ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং তাঁর রণকৌশলের পদক্ষেপ থেকে বুঝিয়ে দিয়েছিলেন রাজ চক্রবর্তী রাজনীতিতে লম্বা দৌড়ের ঘোড়া।

ফলও মিলেছে আশানুরূপ। ব্যারাকপুরের মানুষ আশীর্বাদের ঝুলি উপুড় করেছেন রাজের উপর। ব্যারাকপুর বিধানসভা থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন রাজ চক্রবর্তী। ভোট প্রচারে গিয়ে যেসকল কথা তিনি দিয়েছিলেন, বিধায়ক হিসেবে শপথ নিয়েই সেই কথা রাখার আপ্রাণ চেষ্টা করছেন রাজ।

- Advertisement -

কখনও তাঁকে দেখা গেছে তাঁর বিধানসভা এলাকায় কোভিড হাসপাতালের ব্যবস্থা করতে। কখনও তিনি নিজের উদ্যোগে ‘সেফ হোম’ গড়ে তুলেছেন। দুঃস্থ মানুষদের হাতে মাস্ক, স্যানিটাইজার সহ কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি। তাঁর সব কাজের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছেন তিনি সর্বক্ষণ মানুষের পাশে আছেন।

মানুষের জন্য কাজ করতে যে তিনি মরিয়া, আবারও তাঁর প্রমাণ মিলেছে। আজ সকালে রাজ তাঁর সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কার্যত লকডাউনের বিধিনিষেধের কারণে অত্যন্ত জীবিকা সংকটের মধ্যে পেট চালানোর দায়ে অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে ভায়োলিন বাজাচ্ছেন।

ভিডিওটি শেয়ার করে রাজ লেখেন, “এই শিল্পীর সাথে আমি যোগাযোগ করতে চাই। কেউ উনার সান্নিধ্যে থাকলে, আমায় উনার সাথে যোগাযোগ করতে সাহায্য করুন।” রাজের এহেন মানবিক আবেদনে মুগ্ধ নেটিজেনরা। জানা যাচ্ছে ভায়োলিন বাদক ব্যক্তি মালদার ইংলিশ বাজারের বাসিন্দা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক বছর থেকেই রাজ চক্রবর্তীর সঙ্গে শাসকদলের ঘনিষ্ঠতা নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন। তারপর সেই রাজ চক্রবর্তীকে যখন তৃণমূল কংগ্রেসের তরফে ব্যারাকপুর বিধানসভা থেকে টিকিট দেওয়া হয় তখনও উঠে এসেছিল নানা ব্যঙ্গাত্মক মন্তব্য। অনেকেই বলেছিলেন বিনোদন জগৎ থেকে পরিচালক রাজ চক্রবর্তী রাজনীতিতে এসেছেন নিজের স্বার্থসিদ্ধির জন্য। কিন্তু রাজ চক্রবর্তী একের পর এক কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, তিনি রাজনীতিতে এসেছেন মানুষের পাশে থাকতে।