IPL 2022: টাটা স্পনসর হওয়ায় ১৩০ কোটি টাকা বেশি পাবে BCCI

0
196
In the last century, Indian cricket has become commercial ahead of the IPL

খাস খবর ডেস্ক: আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা গ্রুপ। আগামী দুই বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে চীনা মোবাইল সংস্থা ভিভোর বদলে এসেছে টাটা। মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাটা স্পনসর হলে লাভ আদতে বিসিসিআই এর। অতিরিক্ত ১৩০ কোটি টাকা পাবে বোর্ড। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেছেন যে লিগের পরবর্তী টাইটেল স্পন্সর হবে টাটা।

দেশে চৈনিক বস্তু বর্জনের ধারা চলছে। এরই মধ্যে চিনা সংস্থা VIVO -র সঙ্গে স্পনসরশিপ ছিন্ন হল আইপিএলের। তবে VIVO কে বাতিল করা হয়নি। বরং তারা নিজে থেকেই সরে দাঁড়িয়েছে বলে খবর। টাটা গ্রুপ দুই বছরের জন্য আইপিএল টাইটেল স্পনসরশিপ চুক্তির জন্য ৬৭০ কোটি টাকা দেবে। ভিভো চুক্তি বাতিল করার জন্য ৪৫৪ কোটি টাকা দেবে৷ বিসিসিআই ২০২২ এবং ২০২৩ আইপিএল মরশুমের জন্য ১১২৪ কোটি টাকা পাবে।

- Advertisement -

আরও পড়ুন: ব্রোঞ্জ পদকজয়ী লভলিনাকে বড় পদে নিয়োগ করল অসম পুলিশ

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, “বিসিসিআই আইপিএলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ কারণ টাটা গ্রুপ ১০০ বছরেরও বেশি সময়ের কোম্পানি। ছয়টি মহাদেশের ১০০ টিরও বেশি দেশে কাজ করে আসছে।” আইপিএল চেয়ারম্যান তথা প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল বলেছেন, “অজ্ঞাত কারণে আইপিএলের স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে VIVO। দেশের সাবেক সংস্থা TATA হতে চলেছে নয়া স্পনসর।” উল্লেখ্য, এই প্রথম নয়। ২০২০ সালেও ভারত-চিন সংঘাতের জেরে আইপিএল থেকে সরে এসেছিল VIVO। সে সময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পায় Dream 11। পরে অবশ্য ২০২১ সালে আবার ফেরত আসে VIVO।