আবারও ফিরে পাওয়া যাবে পুরনো বিরাটকে

0
29

খাস খবর ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বনাম বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিষয় নিয়ে প্রাক্তন ক্রিকেটাররাও একের পর এক মন্তব্য করছেন। ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার মনে করেন যে, বিরাট কোহলির কাছ থেকে সাদা বলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া আদতে তারই ভালো। বিরাটের ব্যাটিংয়ের জন্য একটি ভাল পদক্ষেপ হতে পারে। বর্তমানে কিছুটা হলেও খারাপ ফর্মে রয়েছেন বিরাট। বহুবার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

দুই বছরের বেশি সময় ধরে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি করেননি তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক গাভাস্কার রোহিত শর্মার হাতে সাদা বলের অধিনায়কত্ব হস্তান্তরকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে, “এরপরে আমরা রোহিতকে আরও রান করতে দেখতে পাব।” ওয়ানডে ও টি -২০ এর অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট একটি ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন। গাভাস্কার আত্মবিশ্বাসী যে, এরপরে ক্রিকেট বিশ্ব আরও একবার দুই বছর আগের বিরাট কোহলিকে ফিরে পাবে। যখন কোহলির রানের বৃষ্টি দেখা যেত। যিনি সেঞ্চুরির পর সেঞ্চুরি করতেন। অর্থাৎ আবারও পুরনো বিরাটকে ফিরে পেতে চলেছি আমরা।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: আবারও সিএসকে -তে ফিরতে পারেন অশ্বিন

উল্লেখযোগ্যভাবে, প্রেসিডেন্ট সৌরভ এবং সেক্রেটারি জয় শাহ সহ বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তারা বুধবার ভিডিও কলে মিটিং করেন। সেই বৈঠকে যৌথভাবে কোনও প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিসিসিআই সচেতন যে গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজ হতে চলেছে। তাই তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্ত বা বিবৃতি দলের মনোবলকে প্রভাবিত করতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে বিরাটের পারফর্ম্যান্সের দিকে নজর থাকবে সকলে। যদি ব্যর্থ হন তবে সমালোচনা আরও বাড়বে বইকি।