কোভিড ছিল, তাও খেলার নির্দেশ দেয়, বড় অভিযোগ আনলেন গোলকিপার

0
46

স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনার প্রকোপ। গত দুই তিন বছরে করোনার গ্রাসে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে ক্রীড়া বিশ্ব। ক্রীড়াবিদদের জীবন ঢেকে গিয়েছিল বায়ো বাবলে। তা সত্ত্বেও ক্রীড়াবিদরা করোনা আক্রান্ত হচ্ছিলেন। এই করোনা নিয়ে এবার বড়সড় অভিযোগ আনলেন এক ফুটবলার। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করেন গোলকিপার। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও নাকি তাঁকে জোর করে ম্যাচে খেলানো হয়েছিল। শরীর অসুস্থ থাকলেও শোনা হয়নি তাঁর কথা

রন-থরবেন লফমান নামে ওই গোলকিপার প্রাক্তন বায়ার্ন মিউনিখ খেলোয়াড়। বর্তমানে এক বছরের লোনে তিনি সান্ডারল্যান্ড দলে এসেছেন। শারীরিক পরীক্ষা করাতে ফেব্রুয়ারি মাসে জার্মানি থেকে ফিরে এসেছিলেন তিনি। এরপর আর কোনও ম্যাচে খেলেননি। সান্ডারল্যান্ড প্রিমিয়ার লিগে পরের মরশুম থেকে খেলার কথা ছিল। ক্লাবের কাছ থেকে এ হেন আচরণ পাওয়ায় দল ছাড়তে চান তিনি। আবারও পুনরায় বায়ার্ন মিউনিখ দলে ফিরে যেতে চান।

- Advertisement -

আরও পড়ুন: ময়দানের সকালের খাস খবর ১১/৬/২০২২

প্রতিবাদ জানিয়েছিলেন ওই গোলকিপার, তাতে বিশেষ লাভ হয়নি। যদিও ক্লাবের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শরীরের অবস্থাও খুব একটা ভাল ছিল না। ক্লাব শোনেনি। আমি পজিটিভ ছিলাম, তা সত্ত্বেও আমাকে খেলার নির্দেশ দেওয়া হয়। জার্মানি থেকে সাত দিনের নিভৃতবাস থেকে ফেরার পরেই আমাকে খেলতে পাঠায়।”