সকালের ময়দানের খাসখবর (১৫/৬/২০২২)

0
48

রোমাঞ্চকর টেস্টে শেষ হাসি ইংল্যান্ডের

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ এক রোমাঞ্চকর টেস্টের স্বাক্ষী হয়ে রইল। হবেই না কেন! সদ্য সমাপ্ত টেস্টের চতুর্থ দিন শেষেই আঁচ করা যাচ্ছিল পঞ্চম দিনে উপভোগ্য কিছুই হতে যাচ্ছে। হলও তাই। শেষ দিনে নিউজিল্যান্ডের বড় লিড তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ে কিউইদের জয়ই অবধারিত ভাবা হচ্ছিল। তবে পঞ্চম উইকেট জুটিতে জনি বেয়ারেস্টো আর অধিনায়ক বেন স্টোকসের হার না মানা ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তাদের কাছেই শেষমেশ হেরে গেল নিউজিল্যান্ড। সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্টোকসরা।

- Advertisement -

টানা দ্বিতীয়বার এশিয়ান কাপে ভারত

এশিয়ান কাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও হংকং। দ্বিতীয় মিনিটেই গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যায় সুনিল ছেত্রিরা। কিন্তু এই ম্যাচটা ভারতের শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কারণ, তারা শেষ ম্যাচের আগেই নিশ্চিত করে ফেলেছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলা। এ নিয়ে টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলটি উঠে গেলো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে।

৪৮ রানে আফ্রিকা-বধ টিম ইন্ডিয়ার

মরণ-বাঁচন ম্যাচে জেগে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাটে ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়দের পর বল হাতে দাপট দেখালেন হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহাল। হর্ষল নিলেন ৪ উইকেট। মাত্র ২৫ রানের বিনিময়ে। ২০ রানে ৩ উইকেট চাহালের। ভারতের ১৭৯/৫ তাড়া করতে নেমে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-২ করলেন ঋষভ পন্থরা।

মন্ত্রীর ব্যাটের ধাক্কায় বেসামাল বাংলা, শেষ লগ্নে আশার আলো

কে আর জানত যে, রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা শিবিরের নাভিশ্বাস তুলে দেবেন কোনও এক হিমাংশু মন্ত্রী। মঙ্গলবারের আগে পর্যন্ত যিনি সাকুল্যে ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এবং সব মিলিয়ে করেছেন ১৬১ রান। সেই মন্ত্রীই এদিন বাংলার বোলারদের প্রাণ ওষ্ঠাগত করে দিলেন। ইনিংস ওপেন করতে নেমে প্রথম দিনের শেষে ১৩৪ রানে ক্রিজে রয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। রঞ্জি ট্রফির সেমিফাইনালে প্রথম দিনের শেষে বাংলার বিরুদ্ধে মধ্যপ্রদেশ তুলল ২৭১/৬।

কিংবদন্তি পুসকাসকে ছুঁলেন সুনীল ছেত্রী

মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে প্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী। এটি ছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম গোল। এই গোলের সুবাদে কিংবদন্তি হাঙ্গেরির ফরওয়ার্ড ফ্রাঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল)।